ফেনী ও লক্ষীপুরে টিএমএসএসের নব নিযুক্ত মাঠ কর্মীদের”ওয়াটার ক্রেডিট ট্রেনিং”

ফেনী ও লক্ষীপুরে টিএমএসএসের নব নিযুক্ত মাঠ কর্মীদের”ওয়াটার ক্রেডিট ট্রেনিং”

June 18, 2022 135 Views

পাবনা থেকে আব্দুল খালেক পিভিএম ।।  উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন ৫, চট্টগ্রাম ডোমেইনের অধীন ফেনী জোন কর্তৃক আয়োজিত টিএমএসএসের নব নিযুক্ত মাঠকর্মীদের ওয়াশ বিষয়ক ট্রেনিং কর্মশালা ১৭ জুন ফেনী জোন অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত ট্রেনিং কর্মশালায় ফেনী জোনের জোন প্রধান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্ত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের চট্টগ্রাম ডোমেইন প্রধান শুভাশীষ সাহা।প্রধান অতিথি তাঁর বক্তব্যে ওয়াটার ক্রেডিট প্রোগ্রামের কার্যক্রমকে আরো গতিশীল রাখতে উপস্থিত সবাই কে সচেতন থাকার জন্য আহবান জানান।তিনি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য পরামর্শ দেন।বিশেষ অতিথি হিসাবে ওয়াটার ক্রেডিট প্রোগ্রাম,চট্টগ্রাম বিভাগের ট্রেনিং কো-অর্ডিনেটর তাজউদ্দিন আহমদ উপস্থিত থেকে প্রোগ্রাম সম্পর্কে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। তিনি বলেন, মানুষকে স্বাস্থ্য সচেতন করা আমাদের নৈতিক দায়িত্ব, সমাজের যেসকল মানুষ এখনও নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন সেবার বাইরে রয়েছে তাদেরকে প্রোগ্রাম সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ করে স্বাস্থ্য সচেতন করতে হবে।এ কাজটি যথাযথ করতে পারলে প্রোগ্রামের কাজের পাশাপাশি ঋণের চাহিদা সৃষ্টি হবে,ফলে প্রোগ্রাম আরো গতিশীল হবে।”উক্ত ট্রেনিংয়ে প্রশিক্ষক হিসাবে আলোচনা করেন জোন প্রধান মোঃ শহিদুল ইসলাম ও ফেনী এরিয়া প্রধান মোঃ আবদুস সাত্তার।সারাদিন ব্যাপী ট্রেনিং কর্মশালায় নতুন নিয়োগ প্রাপ্ত ২১জন মাঠ কর্মী অংশ নেয়।
একই দিনে লক্ষীপুর জেলার লক্ষীপুর জোনের রায়পুর অঞ্চল অফিসে টিএমএসএসে নতুন নিয়োগপ্রাপ্ত মাঠকর্মীদের ওয়াটার ক্রেডিট ট্টেনিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । উক্ত কর্মশালায় সভাপতিত্ত্ব করেন জোনের জোন প্রধান দেব নারায়ন সাহা। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএসের কুমিল্লা ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ওয়াটার ক্রেডিট প্রোগ্রামকে একটি জনকল্যাণকর প্রোগ্রাম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন”সমাজের প্রতিটি মানুষকেই নিজেকে ভাল রাখার জন্য সচেতনতা একান্ত প্রয়োজন। তাই ওয়াটার ক্রেডিট প্রোগ্রামের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে টিএমএসএসের কর্মী বাহিনী কাজ করছে প্রতিনিয়ত।আপনাদের মাধ্যমে সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সচেতনতা প্রোগ্রামের সুফলতা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের প্রতি আহবান জানাই। আপনারা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে এ প্রোগ্রামের সুফল সবার কাছে ছরিয়ে দিতে চেষ্টা চালিয়ে যাবেন।উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রোগ্রামের গুরুত্ন ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের ওয়াটার ক্রেডিট প্রোগ্রামের চট্রগ্রাম বিভাগের ট্রেনিং কো-অর্ডিনেটর মোঃ তাজউদ্দীন আহমদ তাজ। এ কর্মশালায় ১৬টি শাখার ২৩ জন নবাগত মাঠ কমী অংশ নেয়।

সাম্প্রতিক