উত্তরাঞ্চল পাবনা থেকে আঃ খালেক পিভিএম।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পৃথিবীর সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী ও সুশৃঙ্খল বাহিনী। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ বাহিনী নিবেদিত প্রান হিসাবে কাজ করে চলেছে।দেশের অতন্দ্র প্রহরী হিসাবে এ বাহিনীর সদস্যরা সার্বক্ষনীক দায়িত্ব পালন করছে। রংপর টাউন হল অডিটরিয়ামে অনুষ্ঠিত ১৮/৬/২২ তারিখের সদর উপজেলার বার্ষিক সমাবেশে এসব কথা বলেন, প্রধান অতিথি রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ, পিভিএমএস।
রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নুর নাহার বেগম উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন।
কাউনিয়া ইউএভিডিও মোছাঃ ফেরদোসী আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোছাঃ নাছিমা জামান ববি,আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুল আলীম,রংপুর জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা.এএসএম সাদেকুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ সিহাব উদ্দিন শেখ,কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজার রহমান।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন ইউএভিডিও মোঃ সেকেন্দার আলী।
প্রধান অতিথি বলেন,এ বাহিনী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তার দায়িত্ব পালন করায় সরকারের কাছে যেমন গ্রহণ যোগ্যতা অর্জনে সক্ষম হয়েছে তেমনি সাধারণ জনগণের কাছেও বিশ্বস্ততা অর্জন করেছে। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করলেও আমাদের জীবন জীবীকার যুদ্ধ শেষ হয়নি,আমাদের সামনে আরও একটি যুদ্ধ এসেছে- তা হলো ক্ষুধা ও দারিদ্র মুক্ত,জঙ্গিবাদ ও মাদকমুক্ত যুব সমাজ তথা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ও ভীশন বাস্তবায়নের কর্মযুদ্ধ।আমরা বিশ্বাস করি মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি হিসেবে এ যুদ্ধেও জয়ী হব ইনশাল্লাহ।
তিনি আরোও বলেন মহান মুক্তিযুদ্ধে এ বাহিনী ৪০ হাজার অস্ত্র নিয়ে জাতির জনকের ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।স্বাধীনতার শুরু থেকে শেষ পর্যন্ত এ বাহিনীর যেমন ভুমিকা ছিল, তেমনি স্বাধীনতা পরবর্তীতে এ বাহিনীর গুরুত্ব ছিল অপরিসীম। তিনি মাঠ পর্যায়ে নিয়োজিত বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ উপস্থিত সদস্য সদস্যাদের মাঝে বাই-সাইকেল, শেলাই মেশিন ও ছাতাসহ বিভিন্ন পুরস্কার সামগ্রী বিতরণ করেন। সমাবেশে উপজেলার কর্মকর্তা, ইউনিয়ন আনসার কমান্ডার, ভিডিপি দলনেতা দলনেত্রী ও সদস্য সদস্যাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।