এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া থেকে: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় গতকাল সোমবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি,বাই সাইকেল ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ¦ মোসলেম উদ্দিন এডভোকেট। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, ইউএনও মোহাম্মদ নাহিদুল করিম, কৃষি অফিসার কৃষিবিদ জেসমিন নাহার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পাবর্ত্য চট্রগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় ২০২১-২০২২ অর্থ বছরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাই সাইকেল বিতরণ করা হয়।
এরপর ফুলবাড়ীয়া উপজেলা কৃষি সম্প্রসারণ আয়োজিত কৃষি বিভাগের কৃষি যন্ত্রপাতি ও বিনামুল্যে বীজ, রাসায়নিক সার এবং অন্যান্য উপকরণ বিতরণ করেন।