ফুলবাড়ীয়ায় উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

ফুলবাড়ীয়ায় উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

BMTV Desk No Comments

এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া থেকে ঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুন) ফুলবাড়ীয়া কলেজের সেমিনার কক্ষে আয়োজিত প্রশিক্ষণে উচ্চ বিদ্যালয়, মাদরাসার প্রধান ও অফিস সহকারীগণ অংশ গ্রহন করেন। এতে ¬প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, এসইডির সহকারী পরিচালক শাহাদত হোসেন, গবেষনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদুল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অফিসার মোহসিনা বেগম।
অনুষ্ঠানের আয়োজন করে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচী।