সিলেটে রেঞ্জে আনসার ভিডিপির ত্রাণ সামগ্রী বিতরণ

সিলেটে রেঞ্জে আনসার ভিডিপির ত্রাণ সামগ্রী বিতরণ

BMTV Desk No Comments

পাবনা থেকে আঃ খালেক পিভিএম ।।  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বন্যাকবলিত অসহায়,দুঃস্থ ও আনসার ভিডিপি পরিবার গুলোর মধ্যে গত ২০/৬/২২ তারিখ ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার,ওর স্যালাইন,ম্যাচ,মোমবাতি,রশি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মিজানুর রহমান শামীম এর পক্ষে বন্যাকবলিত এলাকার মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের রেঞ্জ কমান্ডার উপ-মহাপরিচালক মোঃ আবুল আহসান ফরিদী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ এনামুল হক।ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপ-মহাপরিচালক মোঃ আবুল আহসান ফরিদী বলেন এ বিপদের সময় আপনারা ধৈর্য্য ধারণ করে অবস্থার মোকাবেলার জন্য চেষ্টা করবেন।তিনি এ বিপদের সময় বিপদগ্রস্ত মানুষদের সহায়তা দিতে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান জানান।আরো উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের সহকারী পরিচালক,সার্কেল অ্যডজুট্যান্ট,সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও কোম্পানিগঞ্জ,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা,কোম্পানীগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন দলনেতা,দলনেত্রী ও গ্রাম পর্যায়ের বিভিন্ন সদস্য- সদস্যারা উপস্থিত ছিলেন।
বন্যা কবলিত এলাকার কয়েকশত মানুষের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।