আব্দুল খালেক পিভিএম ।। পাবনা জেলার সুজানগর উপজেলার,সুজানগর থানার আয়োজনে বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, প্রতি পাদ্যকে সামনে রেখে মাদক, জঙ্গীবাদ, ধর্ষণ, বাল্য বিবাহ,ইফটিজিং, কিশোর গ্যাং,নারী ও শিশু নির্যাতন অপরাধ বিরোধী বিট পুলিশিং মতবিনিময় সভা গত ২২/৬/২২ তারিখ তাঁতীবন্দ ইউনিয়নের পোড়াডাঙ্গা বাজারের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন,পাবনার পুলিশ সুপার(এ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।বিশেষ অতিথির বক্তব্য দেন (সুজানগর-আমিনপুর থানার সার্কেল) সহকারী পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম ও তাঁতীবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা।প্রধান অতিথি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আপনাদের সন্তানদের হাতে মোবাইলের পরিবর্তে বই তুলে দেন।তিনি শিক্ষাথীদের উদ্দেশ্যে পড়াশোনার পাশাপাশি কম্পিউটার বিষয়ে দক্ষতা অর্জনের পরামর্শ দেন।কম্পিউটারে দক্ষতা থাকলে চাকুরির জন্য কোন ব্যক্তির পিছনে ছুটতে হবে না। তিনি ছাত্রদের পাঠ্য পুস্তক বিষয়ে দক্ষতা ছাড়াও নৈতিক ও মানবিক বিষয়ে ঞ্জান দান করার জন্য শিক্ষকদের প্রতি পরামর্শ দেন।
বিট পুলিশিং সভায় অন্যদের মধ্যে সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার ও সাংবাদিক তৌফিক হাসান প্রমুখ বক্তব্য দেন।
বিট পুলিশিং সভায় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,শিক্ষক শিক্ষার্থীবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী,সুশীল সমাজের নেতৃবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাটি পরিচালনা করেন তাঁতীবন্দ বিট পুলিশিং দায়িত্ব প্রাপ্ত এস আই তৌহিদুল ইসলাম।