স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুরিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীসহ এই অঞ্চলের আইন শৃংলা নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেফতার, মাদকমুক্ত করণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোতোয়ালী পুলিশ। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় মাদকব্যবসায়ীসহ ৮জনকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) জহিরুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার চর ঈশ্বরদিয়া বাজার এলাকা হতে নারী ও শিশু অপহরন মামলার আসামী ২/৭০ পুরোহিতপাড়ার রেলক্রসিং (পুরাতন মেডিকেল গেইট মোড়) শুভ রায় (২৫) কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) টিটু সরকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার শষ্যমালা সাকিনস্থ জনৈক মোঃ হেলাল উদ্দিন আকন্দ এর বাড়ীর সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে মাদক মামলার আসামী শষ্যমালা পূর্বপাড়া,
নবী হোসেন সাঈদ ওরফে শাহেদ(২৪)কে গ্রেফতার করেন এবং তাহার নিকট হতে ১০(দশ)পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এসআই(নিঃ)জহিরুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ এলাকা হতে চুরি পুরাতন মামলার আসামী সদরের চর দূর্গাপুর সাহারুল ইসলাম(২১) ও জামিরুল হক(১৮)কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) কমল হাসান এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ এলাকা হতে চুরি পুরাতন মামলার আসামী সাহার বাজার, পরানগঞ্জ। সুমন (২৫)কে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই (নিঃ) উত্তম কুমার দাস এবং এসআই(নিঃ) ফারুক হোসেন এবং এএসআই(নিঃ)আনোয়ার হোসেন থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ০২টি জিআর ও ০১ সিআর বডি তামিল করেন।
জিআর বডি ২জন হলেন, কোতোয়ালী, কৃষ্টপুরের সাজন, সিআর বডি ১জন হলেন- সুহিলা পশ্চিমপাড়া, আলীর বাড়ী, মোন্তাদুর বিল্লাহ সারোয়ার জেলা-ময়মনসিংহ। উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।