দেড় বছরের সাজা এড়াতে পালিয়ে বেড়ানো ৯ বছর পর আসামি গ্রেফতার

দেড় বছরের সাজা এড়াতে পালিয়ে বেড়ানো ৯ বছর পর আসামি গ্রেফতার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের ফুলপুরে দেড় বছরের সাজা এড়াতে পালিয়ে বেড়ানো সিরাজ আলী (৪৫) নামের মাদক মামলার এক আসামিকে ৯ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সিরাজ আলী উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চংপলাশিয়া গ্রামের মৃত জোনাব আলীর ছেলে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মঙ্গলবার রাতে সিরাজ আলীকে তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, সিরাজ আলীকে ২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি মাদক মামলায় দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ময়মনসিংহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।