সিলেট ও সুনামগঞ্জে টিএমএসএসের ত্রাণ সামগ্রী বিতরণ সরেজমিন পরিদর্শন করেন অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম

image

You must need to login..!

Description

পাবনা থেকে আব্দুল খালেক পিভিএম ।।  প্রাথমিক পর্যায়ে ২৪ হাজার পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তা দেয়ার লক্ষ্যে চলছে টিএমএসএসের সার্বিক কর্মতৎপরতা। সিলেটের বন্যা দূর্গত মানুষের অবস্থা ও তাদের মধ্যে তিন দিন ব্যাপি চলমান ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।তিনি ২৪/৬/২২ তারিখ সকালে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে সিলেট পৌছান। তিনি অপারেশন ৭ সিলেট ডোমেইনের সিলেট জোনের অধীন সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকার বন্যা দূর্গত মানুষের অবস্থা সরেজমিন পরিদর্শন শেষে সিলেট জোনের অধীন ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সিলেট ডোমেইন প্রধান মোঃ আসাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের জীবন সদস্য ড. নূর আলম,অপারেশন ২ ঢাকা ডোমেইন প্রধান মোঃ রেজাউল করিম। প্রধান অতিথি অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম জানান এ এলাকায় যতদিন বন্যা পরিস্থিতির উন্নতি না হবে ততদিন পর্যন্ত টিএমএসএসের পক্ষ থেকে সহায়তা অব্যহত থাকবে। টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান এর তত্ত্বাবধানে গত তিন দিন সিলেট ডোমেইনের বিভিন্ন এলাকা ও সিলেট জোনের আওতাধীন বিভিন্ন বন্যা দুর্গত মানুষের মধ্যে টিএমএসএস কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তিন দিন ব্যাপি টিএমএসএস কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম দূর্গত মানুষের উদ্দেশ্যে বলেন, টিএমএসএস যে কোন দূর্যোগের সময় আপনাদের পাশে ছিল,আছে ও ভবিষ্যতেও থাকবে। তিনি আরো বলেন আপনারা ধৈর্য্য ধারণ করে মহান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনাদের কর্মকান্ড ও পেশার প্রতি মনোযোগী হন। তিনি ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিলেট জোন প্রধান মোয়াজ্জেম হোসেন,সিলেট অঞ্চল প্রধান আব্দুস সালাম সহ সংশ্লিষ্ট এলাকার সকল শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন। টিএমএসএস সংস্থার পক্ষ থেকে বিভিন্ন এলাকার বন্যা দূর্গতদের মধ্যে প্রতি প্যাকেটে ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫কেজি চাল,৫কেজি আলু,১কেজি মুড়ি, ১কেজি চিড়া,৫০০ গ্রাম বিস্কুট, মধু ২৫০ গ্রাম,১ লিটার মম পানি,২৫ পিচ খাবার স্যালাইন,মোমবাতি ২ টি ও পর্যাপ্ত পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট রয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ সংক্রান্ত সর্বদা খোঁজ খবর রাখছেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক ও সেক্টর প্রধান মোঃ সোহরাব আলী খান।সিলেটে বিভিন্ন বণ্যা দূর্গত এলাকার মানুষের মধ্যে তিন দিন ব্যাপি ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন সিলেট ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক।ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার