উত্তরাঞ্চল পাবনা থেকে আঃ খালেক পিভিএম।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঞ্চগড় জেলার বার্ষিক জেলা সমাবেশ ২০২২ গত মঙ্গলবার ২১ জুন পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।পঞ্চগড় জেলার,জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংগঠন সম্পর্কিত দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ মহাপরিচালক অপারেশন এ কে এম জিয়াউল আলম পিভিএমএস। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের,রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ পিভিএমএস ও পঞ্চগড় এসএসআই’র উপ পরিচালক আনোয়ার হোসেন মনির।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পঞ্চগড় জেলার,জেলা কমান্ড্যান্ট মোঃ শফিউল আলম।
বার্ষিক জেলা সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঞ্চগড় জেলার আনসার ভিডিপির বিভিন্ন উপজেলা কর্মকর্তা,ইউনিয়ন দলনেতা,দলনেত্রীসহ আনসার-ভিডিপির কয়েক শতাধিক সদস্য,সদস্যা উপস্থিত ছিলেন।
রংপুর রেঞ্জের ভিডিপি সদস্যের প্রশিক্ষণ সমাপনী র্যালী
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের ৭টি জেলায় একযোগে পরিচালিত ভিডিপি সদস্যদের গবাদিপশু,পোল্ট্রি,মৎস্য ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক ভাবে গত ২১ জুন শেষ হয়েছে।চলতি অর্থ বছরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালা রংপুর,কুড়িগ্রাম,লালমণিরহাট,গাইবান্ধা,দিনাজপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা সদরের প্রশিক্ষণ কেন্দ্রে গত ১৯ জুন থেকে পারিচালিত হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের স্বাবলম্বী ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে জেলা কমান্ড্যান্টদের সার্বিক তত্ত্বাবধানে রংপুর বিভাগের ৩৫০জন ভিডিপি সদস্যকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।আনসার ভিডিপির রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ পিভিএমএস এর দিকনির্দেশনায় সকল জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা,জেলা মৎস্য কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিষয় ভিত্তিক অভিজ্ঞ কর্মকর্তাগণ এ প্রশিক্ষণ কর্মশালার রিসোর্স পার্স হিসাবে প্রশিক্ষণার্থী সদস্যদের সম্যক জ্ঞান প্রদান করেন। উক্ত সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণ শেষে সকল জেলা কমান্ড্যান্টদের নেতৃত্বে গবাদিপশু,পোল্ট্রি,কৃষি-সবজি ও মৎস্য ভান্ডারে করবো এদেশ মোরা স্বর্ণবরণ-প্রশিক্ষণার্থীদের এ স্লোগানে জেলায় জেলায় আনসার ভিডিপির সবুজ বিপ্লবের হাতছানি র্যালী বের করা হয়।