স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরন মামলার ৩ আসামীসহ ৬ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুরিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীসহ এই অঞ্চলের আইন শৃংলা নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেফতার, মাদকমুক্ত করণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোতোয়ালী পুলিশ। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায়অপহরন মামলার ৩ আসামীস ৬ জনকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আনোয়ার হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ছালাকান্দি নামক গ্রাম হতে অপহরন মামলার আসামী পাড়াইল গ্রামের মোঃ শরিফ (২৩) কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আরিফুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার চরকালীবাড়ী এলাকা হইতে অপহরন মামলার আসামী ১।রুমকী ওরফে রিংকী(৩৮), স্বামী-মাসুদ মিয়া, সাং-নওমহল পানির ট্যাংকির (জামে মসজিদ সংলগ্ন), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) কমল সরকার এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ঢাকা জেলাধীন মিরপুর-১, ব্লক-সি, বাসা নং-৮/২, থানা-শাহআলী, ডিএমপি ঢাকা হইতে অপহরন মামলার আসামী হৃদয়(২২), পিতা-আব্দুল মালেক, সাং-চর যমুনা, থানা-চর ফ্যাশন, জেলা- ভোলা, এপি/সাং-মধ্য রাজাশন, থানা-সাভার, জেলা-ঢাকাকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) রাশেদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার চরপাড়া কপিক্ষেত সরকারী পাকা রাস্তার উপর হতে পুলিশ আইনের ৩৪ ধারার অপরাধ করায় আসামী ১। মোঃ মুন্না (২৫), পিতা-আঃ মোতালেব, সাং-চরপাড়া কপিক্ষেত, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই (নিঃ) আনিছুর রহমান ০১টি জিআর সাজা এবং এএসআই(নিঃ) সাইফুল ইসলাম-২ ০১টি সিআর বডি তামিল করেন। জিআর সাজা বডি ১জন হলেন আকুয়া মোড়লবাড়ী মোঃ জসিম উ্দ্দিন ওরফে স্বপন, সিআর বডি ১জন হলেন- পুটিয়ালী, আঃ কাদির। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।