ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ৭

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ৭

June 26, 2022 255 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃগত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুরিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীসহ এই অঞ্চলের আইন শৃংলা নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেফতার, মাদকমুক্ত করণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোতোয়ালী পুলিশ। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় ৭ জনকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) শাহ জালাল এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার জিলা স্কুল মোড় হইতে পুরাতন ডাকাতির চেষ্টা মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে ১। রুবেল মিয়া (৩২), পিতামৃতঃ আঃ খালেক, সাং-কৃষ্টপুর মালঞ্চ কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) উত্তম কুমার দাস এর নেতৃত্বেঅভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার নিয়মিত মামলার আসামী নিজকল্পার (তিন কোনা পুকুরপাড়ের পার্শ্বে), সাইদুল ইসলাম (৫০), ও মন্টু মিয়া (৩০)কে গ্রেফতার করেন।

ইহা ছাড়াও এএসআই (নিঃ) হুমায়ুন, আলামিন এবং ইকবাল ০১টি জিআর এবং এসআই(নিঃ) মানিকুল ইসলাম ০১টি সিআর বডি তামিল করেন। জিআর বডি ৩জন হলেন,খাগডহর,
শিপন মিয়া, কৃষ্টপুর আলীয়া মাদ্রাসা রোড রেদুয়ান আহমেদ পাভেল, আসাদ, পাটগুদাম রোড ও সুমন মিয়া, পিতা-আ: আজিজ, সাং- থানা-কোতোয়ালী জেলা-ময়মনসিংহ
সিআর বডি ১জন হলেন, চুরখাই বাজারের অহিদুল ইসলাম,। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সাম্প্রতিক