বগুড়ায় টিএমএসএস প্রবীণ, প্রবীণদের আদশ্য সন্তানদের সম্মাননা ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ

বগুড়ায় টিএমএসএস প্রবীণ, প্রবীণদের আদশ্য সন্তানদের সম্মাননা ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ

June 27, 2022 73 Views

পাবনা থেকে আঃ খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচির আওতায় প্রবীণ, প্রবীণদের আদশ্য সন্তানদের সম্মাননা প্রদান ও শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ২৭/৬/২২ তারিখ অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলার ৮ নম্বর শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পার প্রতিনিধি শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাশেম আলী উপস্থিত থেকে প্রবীণ ও প্রতিবন্ধীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও টিএমএসএসের বাস্তবায়নে প্রবীণদের সম্মাননা প্রদান ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন বাংকের পরিচালক প্রফেসর ড.হোসনে আরা বেগমের প্রতিনিধি হেম অপারেশন এন্ড আই টি বিভাগের পরিচালক মোঃ মাহাবুবর রহমান বক্তব্য দেন।মোঃ মাহাবুবর রহমান বলেন টিএমএসএস যে কোন সামাজিক কার্যক্রমে আপনাদের পাশে ছিল,আছে ও ভবিষ্যতেও থাকবে।অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথিদের মধ্যে টিএমএসএসের উপপরিচালক মোঃ রেজাউল করিম ও শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।পাঁচ জন প্রবীণ ব্যাক্তি যথাক্রমে মোঃ জাহিদুর রহমান,মোঃ এমদাদুল হক,মোঃ জয়নাল আবেদীন,মিলন চন্দ্র বসাক ও বিদ্যুৎ কুমার বসাক এবং তাদের ৫ জন আদশ্য সন্তানদের সম্মাননা প্রদান এবং চার জন প্রতিবন্ধি মোছাঃ আমেনা খাতুন,মোঃ হবিবর রহমান,মোছাঃ সালেহা বেগম ও মোছাঃ পুটু সোনার মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক