ফুলবাড়িয়ায় মাছের সাথে এ কেমন শত্রুতা

ফুলবাড়িয়ায় মাছের সাথে এ কেমন শত্রুতা

BMTV Desk No Comments

ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম-পাটুলী ইউনিয়নে রামনগর গ্রামে পূর্ব শত্রুতার জেরে ফিসারীতে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লক্ষ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।
অভিযোগকারী মোঃ রুবেল মিয়া(৩০) জানান, প্রতিবেশী মোঃ গেন্দু মিয়া(৫০) এর সাথে পূর্ব থেকেই পারিবারিক বিষয় নিয়া ঝগড়া বিবাদ লেগেই থাকত। গত ৫ জুন -‘২১’ সকালে বিবাদীগণ বাড়ির পাশে রুবেল মিয়াকে অকথ্য ভাষায় গালি দিয়ে হত্যার হুমকি দেয়।
এ ব্যাপারে ফুলবাড়িয়া থানায় গত ৬ জুন -‘২১’ রুবেলের মা রোকিয়া বেগম(৫০) একটি সাধারন ডায়েরী করেন। ডায়েরী নং- ২৬৮/২১ ।
স্থানীয় ও পরিবার সুত্রে জানাযায়, ক্রয় সূত্রে ৩৯ শতাংশ জমিতে রুবেল মিয়া ফিসারী দিয়ে মাছ চাষ করে আসছিল। উক্ত জমি নিয়া বিরোধ ও মোকদ্দমা চলিয়া আসছিল। গত ১৭ জুন -২২ শেষ রাতের দিকে মোঃ রুবেল মিয়া ঘুম থেকে উঠে ফিসারীতে গেলে পুকুর পাড়ে মানুষের কথা শুনতে পায়। পরে টর্চ লাইট জ্বালিয়ে দেখতে পায় মোঃ গেন্দু মিয়াসহ ২/৩ জন অজ্ঞাত লোক নিয়া ফিসারীর পাড়ে পুকুরে কি যেন ছিটাইতাছে। ঐখানে কে জানতে চাইলে তারা দৌড়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর পুকুরের মাছ মরিয়া ভাসতে থাকে। এতে প্রায় ৩ লক্ষ টাকার মাছ মরিয়া ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যায়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন, মোঃ রুবেল মিয়ার আছিম ইউনিয়নের রামনগর মৌজায় ৩৯ শতাংশ জমিতে একটি পুকুর আছে। তিনি কার্প জাতীয় মাছ চাষ করেন। তার পুকুরে বিষক্রিয়া ও গ্যাসের কারণে সকল মাছ মারা যাওয়ায় তিনি মারাত্মক ভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
ফুলবাড়ীয়া থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ পেয়েছি রাতের আধারে কে বা কাহারা বিষ প্রয়োগ করেছে এখনও বলা যাচ্ছে না, তবে রুবেলের সাথে গেন্দু মিয়াদের জমি নিয়ে একটি বিরোধ আছে।