ময়মনসিংহ মেয়র টিটুর রোগমুক্তিতে খতমে শিফা ও বিশেষ দোয়া আয়োজন

ময়মনসিংহ মেয়র টিটুর রোগমুক্তিতে খতমে শিফা ও বিশেষ দোয়া আয়োজন

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ  ময়মনসিংহ সিটি করপোরেশনের জননন্দিত মেয়র মোঃ ইকরামুল হক টিটু করোনায় আক্রান্ত হয়েছেন। তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য ২৯ জুন বুধবার বাদ জোহর নগরীর মাসকান্দায় জামিয়া আারাবিয়া মিফতাহুল উলুম এর আল আমান জামে মসজিদে খতমে শিফা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব আয়োজিত এই দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা মুফতি মোঃ আবুল বাশার। এসময় কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি দৈনিক জাহান নির্বাহী সম্পাদক মোঃ আবদুল হাসিমের রোগমুক্তির জন্যেও দোয়া করা হয়।

বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, অন্যান্য সাংবাদিক মাদ্রাসার শিক্ষক ও ছাত্রসহ প্রায় চার শত মুসল্লী খতমে শিফা ও বিশেষ দোয়া মাহফিলে শরীক হন।