বগুড়ায় হোটেলে মমইনে ইডকল কর্মকর্তাদের সাথে টিএমএসএস ও বিসিএল গ্রুপ কর্মকর্তাদের বৈঠক

বগুড়ায় হোটেলে মমইনে ইডকল কর্মকর্তাদের সাথে টিএমএসএস ও বিসিএল গ্রুপ কর্মকর্তাদের বৈঠক

BMTV Desk No Comments

পাবনা থেকে আব্দুল খালেক পিভিএম ।   উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএস ও বিসিএল গ্রুপ কর্মকর্তাদের সাথে ইডকল কর্মকর্তাদের বৈঠক গত ২৯/৬/২২ তারিখ বগুড়ার টিএমএসএস হোটেল মমইনে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম বৈঠকে নিজে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। বিসিএল গ্রুপের সারোয়ার মোহাম্মদ বাবু,মোঃ মওদুদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।ইডকলের নির্বাহী পরিচালক আলমগীর মোরশেদ,চিপ ইনভায়রনমেন্ট কর্মকর্তা মোঃ নাজমুল হক,ভাইস প্রেসিডেন্ট মোঃ হামিদ ইকবাল ও সিফাত মনজুর উপস্থিত ছিলেন।ইটকলের সাথে টিএমএসএস ও বিসিএল গ্রুপের বর্তমান ও সম্ভাব্য প্রজেক্ট সমূহে বিনিয়োগ বিষয় নিয়ে কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।ড.হোসনে আরা বেগম উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রমের পাশাপাশি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।এ বৈঠকে অন্যদের মধ্যে টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম,টিএমএসএসের হেম অপারেশন এন্ড আই টি বিভাগের পরিচালক মোঃ মাহাবুবর রহমান,পরিচালক মোঃ জাহিদুর রহমান,পরিচালক নাসরিন নবী,মোঃ মহিদুল ইসলাম সহ টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বৈঠক অনুষ্ঠানে তিনটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।