You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকব্যবসায়ীসহ ৭ জন আসামীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় মাদকব্যবসায়ীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই(নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার কাচারীঘাটস্থ নির্বাচন অফিসের পিছনে বালুর চর হতে মাদক ব্যবসায়ী কক্সবাজার সদরের -উত্তর তারাবুনিয়াছড়া (হাজী মঞ্জু মিয়ার বাড়ী) মোঃ সোহেল(৩০), কোতোয়ালীর মাসকান্দা নতুন বাজার হাইস্কুল রোড মোঃ ইসা (২০)কে গ্রেফতার করেন। ধৃত আসামী মোঃ সোহেল(৩০)এর পরিহিত প্যান্টের ডান পকেট হতে পলিথিন কাগজ দ্বারা মোড়ানো ৫০(পঞ্চাশ)পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ০৫(পাঁচ) গ্রাম, এবং ধৃত আসামী মোঃ ইসা(২০)এর পরিহিত প্যান্টের ডান পকেট হতে পলিথিন কাগজ দ্বারা মোড়ানো ০৭(সাত)পুটলা হেরোইন, যার ওজন ০৭(সাত)গ্রাম উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) কামাল হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ঢোলাদিয়া তালতলা শামছুদ্দিন মার্কেট এর আসাদ মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী
কোতোয়ালীর তালতলা ঢোলাদিয়ার শহিদুল ইসলাম(৩১)কে গ্রেফতার করেন। ধৃত আসামী শহিদুল ইসলাম(৩১)এর পরিহিত প্যান্টের বাম পকেট হতে সাদা পলিথিনের ভিতরে রক্ষিত ১৫(পাঁচ) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ১.৫(এক দশমিক পাঁচ) গ্রাম উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) কমল সরকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার সিরতা এলাকা হতে পুরাতন চুরি মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে চর আনন্দীপুরের মোঃ আল আমিন (২৩) ও চর খরিচার মোঃ রাকিব (২০)কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) রাশেদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার চরপাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল গেইটের সামনে হতে পুরাতন চুরি মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে কোতোয়ালীর আলীয়া মাদ্রাসার মহিউদ্দিন(৩৫)কে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই(নিঃ) শাহজালাল অত্র থানা এলাকায় অভিযান চালিয়ে ১টি জিআর বডি তামিল করেন। জিআর বডি ১ জন হলেন কোতোয়ালী,হামিদ উদ্দিন রোড,মোঃ শামীম। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।##