সিলেটের জগনাথপুরে টিএমএসএসের ত্রাণ সামগ্রী বিতরণ

সিলেটের জগনাথপুরে টিএমএসএসের ত্রাণ সামগ্রী বিতরণ

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম ।। সিলেট জেলার জগনাথপুর উপজেলার অধীন বিভিন্ন এলাকার বন্যা দূর্গত মানুষের মধ্যে চলমান ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। জোন প্রধান মোঃ মোয়াজ্জেম হোসেন নিজে উপস্থিত থেকে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সম্প্রতি তিনি উপজেলার বিভিন্ন এলাকার কয়েক শত বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।সিলেট ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ আসাদুল হকের দিক নির্দেশনায় ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন টিএমএসএসের জোন প্রধান মোঃ মোয়াজ্জেম হোসেন। পিকেএসএফের সহযোগিতায় ও টিএমএসএসের বাস্তবায়নে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি দূর্গত মানুষের উদ্দেশ্যে বলেন,টিএমএসএস সব সময় আপনাদের পাশে ছিল,আছে ও ভবিষ্যতেও থাকবে।তিনি আরো বলেন আপনারা ধৈর্য্য ধারণ করে মহান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনাদের কর্মকান্ড ও পেশার প্রতি মনোযোগী হন। প্রতি প্যাকেটে ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫কেজি চাল,৫কেজি আলু,১কেজি মুড়ি,১কেজি চিড়া,৫০০গ্রাম বিস্কুট,মধু ২৫০গ্রাম,১লিটার মম পানি,২৫ পিচ খাবার স্যালাইন,মোমবাতি ২টি ও পর্যাপ্ত পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট রয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন শাখা প্রধান,উপনির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ আল মেহেদী পারভেজ,এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।