বগুড়ায় রোটারী ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট কর্তৃক টিএমএসএসের স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময়

image

You must need to login..!

Description

উত্তরাঞ্চল পাবনা থেকে আঃ খালেক পিভিএম ।।  উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের কার্যক্রম পরিদর্শন ও কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন রোটারী ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট হোলগার ন্যাক।তিনি ৩/৭/২২ তারিখ বগুড়ায় অবস্থিত টিএমএসএস কার্যালয়ে কর্মকর্তাদের সাথে পর্যালোচনা ও মতবিনিময় করেন।তিনি রোটারী গ্লোবাল গ্রান্টের সহায়তাপুষ্ট টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে বাস্তবায়নকৃত বিভিন্ন প্রকল্প কার্যক্রম পরিদর্শন ও সম্ভাব্য প্রকল্প প্রস্তাবনা গ্রহণ করেন।

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল কর্তৃক আয়োজিত টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক রোটারিয়ান অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন রোটারী ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট হোলগার ন্যাক।তিনি টিএমএসএসের সামগ্রিক কর্মকান্ড ও রোটারী ইন্টারন্যাশনালের সহায়তায় পরিচালিত বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কে অডিও ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে অবহিত হন। তিনি টিএমএসএসের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।অনুষ্ঠানে টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রোটারিয়ান অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম একেএস প্রাপ্ত হওয়ায় রোটারী ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের নিকট থেকে পদক গ্রহণ করেন।মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক ২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান।

 

অন্যদের মধ্যে বক্তব্য দেন রোটারী ইন্টারন্যাশনালের ফাস্ট লেডি সুজান ন্যাক,রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩২৮১ এর বর্তমান ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়া ইঞ্জিনিয়ার এম এ ওহাব,পাষ্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান এম খায়রুল আলম,রোটারী ক্লাব অব রমনার পিপি রোটারিয়ান আশেক উল ইসলাম,রোটারী ক্লাব অব বগুড়ার রোটারিয়ান মামদুদুর রহমান শিপন। মতবিনিময়ে রিপাবলিক অব কোরিয়ার রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩৬৯০ এর স্পেশাল এ্যাম্বাসেডর রোটারিয়ান মিয়ং সুপার্ক,পাবলিক রিলেশন্স চেয়ারপার্সন রোটারিয়ান জং ইয়ং কিম, টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম,টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ শাহজাহান আলী সরকার, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের পরিচালক অবঃ ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ জামিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।রোটারী ক্লাব অব বগুড়া ও ঢাকার বিভিন্ন রোটারী ক্লাবের সদস্য,টিএমএসএসের বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,এনজিও কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের নির্বাহী পরামর্শক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর।সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার