পাবনা থেকে আঃ খালেক পিভিএম ।। টিএমএসএসের অপারেশন ২ ঢাকা ডোমেইনের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার টিএমএসএসের ধর্মপাশা শাখার অধীন বিভিন্ন এলাকার বন্যাদূর্গত ১০০০ এক হাজার পরিবারের মধ্যে ৩/৭/২২ তারিখ দৌলতপুরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।পিকেএসএফের অর্থায়নে ও টিএমএসএসের সহযোগিতায় জেলার বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।মোহনগঞ্জ উপজেলার অধীন বিভিন্ন এলাকার বন্যা দূর্গত মানুষের মধ্যে চলমান খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন মোহনগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা ছাব্বির আহমেদ আফুন্দি।তিনি বন্যার্ত ১০০০ এক হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।ঢাকা ডোমেইনের,ডোমেইন প্রধান পরিচালক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাব্বির আহমেদ আফুন্দি। তিনি টিএমএসএসের এমন মানবিক কর্মকান্ডকে স্বাগত জানান।তিনি আরো জানান এ এলাকায় যতদিন বন্যা পরিস্থিতির উন্নতি না হবে,ততদিন টিএমএসএসের খাদ্য সহায়তা অব্যাহত রাখবে এটা একটি মহতি উদ্যোগ।তিনি এজন্য টিএমএসএসের কর্মকর্তা ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।অনুষ্ঠানের সভাপতি ডোমেইন প্রধান মোঃ রেজাউল করিম দূর্গত মানুষের উদ্দেশ্যে বলেন,টিএমএসএস আপনাদের পাশে ছিল,আছে ও ভবিষ্যতেও থাকবে।তিনি সবাই কে ধৈর্য্য ধারণ করে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে নিজ পেশার প্রতি মনোযোগী হওশার পরামর্শ দেন।প্রতি প্যাকেট খাদ্য সামগ্রীর মধ্যে ৫কেজি চাল,৫কেজি আলু,১কেজি মুড়ি,১কেজি চিড়া,৫০০ গ্রাম বিস্কুট, মধু ২৫০ গ্রাম,১লিটার মম পানি,২৫ পিচ খাবার স্যালাইন,মোমবাতি ২টি ও পর্যাপ্ত পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট রয়েছে।
দূর্গত এলাকার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের তত্ত্বাবধান করছেন ঢাকা ডোমেইন প্রধান মোঃ রেজাউল করিম।খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সহকারী পরিচালক ফাইজুল হক, জোনাল প্রধান মাহাবুব আলম,সকল শাখা প্রধান, বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।