ভালুকায় ডাল কাটতে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুেরর মৃত্যু

ভালুকায় ডাল কাটতে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুেরর মৃত্যু

BMTV Desk No Comments

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের ভালুকায় ডাল কাটতে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে রাজেন্দ্র রবিদাস (৪০) নামে এক দিনমজুর মারা গেছেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে গাছে ঝুলে থাকা মরদেহ উদ্ধার করেন। সোমবার (৪ জুলাই) দুপুরে উপজেলার ধীতপুর ইউনিয়নের দক্ষিণ ধীতপুর রাজশাহীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজেন্দ্র রবিদাস উপজেলার বিরুনীয়া মোড় জুগিপাড়া এলাকার হাটিমুল রবিদাসের ছেলে। তিনি গাছ কাটার শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজেন্দ্র রবিদাস গাছ কাটার শ্রমিকের কাজ করতেন। সোমবার দুপুরে ৪০০ টাকা চুক্তিতে সুরুজ বাঙ্গালীর গাছের ডাল কাটতে ওঠেন তিনি। ডাল কাটার শেষ পর্যায়ে গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপর সেখানেই ঝুলে ছিলেন তিনি। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা গাছে উঠে মরদেহ উদ্ধার করেন।

ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান মো. কামরুজ্জামান বলেন, দুপুর আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।