আব্দুল খালেক পিভিএম।। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ প্রেরণে রংপুর রেঞ্জে প্রাথমিক যাঁচাই-বাছাই পরীক্ষা অনুষ্ঠিত।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন Formed Police Unit (FPU)- এ ২০২৩ সালের রোটেশনে প্রেরণের জন্য রংপুর রেঞ্জাধীন সকল জেলা ও ইউনিট হতে সাধারণ ও ১টি Standby BANFPU এর জন্য ট্রেড কোটায় ইন্সপেক্টর (নিরস্ত্র/সশস্ত্র/শহর ও যানবাহন) /এসআই (নিরস্ত্র/সশস্ত্র) /সার্জেন্ট/টিএসআই/এএসআই/এটিএসআই ও তদনিম্ন পদমর্যাদার সদস্যদের প্রাথমিক যাঁচাই-বাছাই পরীক্ষা ৬ জুলাই রংপুর পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়েছে।
শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম-বার, পিপিএম-সেবা,অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স), রংপুর রেঞ্জ, রংপুরের সভাপতিত্বে উক্ত প্রাথমিক যাঁচাই-বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
যাচাই-বাছাই পরীক্ষা কমিটির সদস্য হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল লতিফ, পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), রেঞ্জ ডিআইজি অফিস ও মোঃ আকতার হোসেন, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি অফিস, রংপুর।
এছাড়াও যাচাই-বাছাই পরীক্ষায় উপস্থিত ছিলেন মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার), পুলিশ সুপার (অপারেশনস্ অ্যান্ড ট্রাফিক),রেঞ্জ ডিআইজি অফিস, বাংলাদেশ পুলিশ, রংপুর, মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স),রেঞ্জ ডিআইজি অফিস, বাংলাদেশ পুলিশ, রংপুরসহ অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
বিশ্বে শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশ অনন্য ভূমিকা পালন করে আসছে। ১৯৮৯ সাল থেকে জাতিসংঘ মিশনে বাংলাদেশ পুলিশ এ অবদান রেখে চলেছে। বহির্বিশ্বে সেবা ও শান্তিরক্ষায় এ অবদান কেবল বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি নয়—দেশের সুনাম বৃদ্ধির অন্যতম অংশীদার হিসেবে ভূমিকা রাখছে। বর্তমানে জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত বিভিন্ন দেশের শান্তি মিশনে বাংলাদেশ পুলিশ সুনামের সাথে কাজ করে যাচ্ছে।