পাবনায় নিউ এরা ফাউন্ডেশনে বঙ্গবন্ধু উচ্চশিক্ষা,উপবৃত্তি ও সম্মাননা প্রদান 

BMTV Desk No Comments

পাবনা থেকে আব্দুল খালেক পিভিএম ।।   বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি,শিক্ষা উপবৃত্তি,শ্রেষ্ঠ প্রবীণ, শ্রেষ্ঠ সন্তান সম্মাননা,হুইল চেয়ার প্রদান, পরিষপোষক ভাতা,সহ নানা সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ৬/৭/২২ তারিখ ফাউন্ডেশনের প্রধান কার্যালয় চরমিরকামারী চত্বরে এ কার্যক্রম সম্পন্ন করা হয়। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পি.এম ইমরুল কায়েস,বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা খন্দকার মাসুদ রানা।

ফাউন্ডেশনের উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য কানিজ ফাতেমা ও সাদিয়া সুলতানা সুইটিকে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি, শিক্ষাক্রম এগিয়ে নিতে ২৬ জনকে শিক্ষা উপবৃত্তি, সন্তানদের সঠিকপথে পরিচালনা করার জন্য ৫ জনকে শ্রেষ্ঠ প্রবীণ ও পিতা-মাতার পাশে থাকার জন্য ৫ জনকে শ্রেষ্ঠ সন্তান সম্মাননা, ঈদকে সামনে রেখে ৮১ জন বৃদ্ধকে পরিপোষক ভাতা ও ৩ জনকে হুইল চেয়ার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পি.এম ইমরুল কায়েস বলেন নিউ এরা ফাউন্ডেশন সবসময় ব্যতিক্রমধর্মী কাজ করে। শ্রেষ্ঠ প্রবীণ ও শ্রেষ্ঠ সন্তানের পুরষ্কার দেওয়ায় তিনি নিউ এরা ফাউন্ডেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেই সাথে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত হওয়ার কথা বলেন।সভাপতির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস বলেন, নিউ এরা ফাউন্ডেশন নিবিড়ভাবে সেবমূলক কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও করবে।সকলকে দেশপ্রেম নিয়ে কাজ করার কথা বলেন তিনি।অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক শফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, বীরমুক্তিযোদ্ধা জামাত আলী মাষ্টার, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, সাবেক ভিপি মুরাদ মালিথা,সাংবাদিক মাহবুবুল হক দুদু,শ্রেষ্ঠ প্রবীণ সাহেব আলী,শ্রেষ্ঠ সন্তান খায়রুল ইসলাম, বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সাদিয়া সুলতানা সুইটি,শিক্ষা উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী খেয়ামনি ও নিশি বক্তব্য রাখেন।

LATEST POSTS