ময়মনসিংহে   ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ময়মনসিংহে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

July 7, 2022 204 Views

শফিকুল ইসলামঃ বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহ ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।   নগরীর চরকালি বাড়ি এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ ৪ জন ও দিঘারকান্দা এলাকা থেকে ৩শত পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করে ডিবি। প্রেপ্তারকৃতরা হলো,মো.খলিলুরের ছেলে
মোঃ শাকিল ওরফে সুজন (২০),মৃত আঃ জব্বার   মোঃ জাকির হোসেন (২১), নুরুল ইসলামের ছেলে আনারুল ইসলাম ওরফে রানা (২০), মৃত মেশর আলী ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩২) ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় মৃত মো. আছমত ছেলে  মোঃ শহিদুল ইসলাম (৩৫)কে।

বৃহস্পতিবার (৭ জুলাই) ডিবি অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয় নিশ্চিত হওয়া যায়।

ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান নিয়মিত মাদক উদ্ধার অভিযানে নগরীর চরকালি বাড়ি এলাকা থেকে ১০ কেজি গাঁজা ও দিঘারকান্দা থেকে ৩শত পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়।
পরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজাতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক