স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় মাদকব্যবসায়ীসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এএসআই(নিঃ) আল আমিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার বাশবাড়ী কলোনী জনৈক আঃ বারেক সাহেবের মেহগনী গাছের বাগানের ভিতর হতে মাদক ব্যবসায়ী সেহড়া ধোপাখোলা মোড়ের দিপু সরকার (২০) ও ট্রাংক পট্টি দেব জুয়েলার্সের পিছনে অঞ্জন এর বাসার ভাড়াটিয়া (ভাসমান) উদয় কুমার রায় (২০), কে গ্রেফতার করেন। আসামীদ্বযের নিকট হতে মোট (২০+১০)= ৩০(ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, মোট ওজন ০৩(তিন) গ্রাম উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) মাহফুজুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পুটিয়ালী সাকিন হতে স্থানীয় লোকজনদের সহায়তায় চুরি মামলার আসামী গিয়াস উদ্দিন(৪২), পিতা-শামছুল, সাং-তারাটি, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) হাবিবুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার আকুয়া চৌরঙ্গীর মোড় এলাকা হতে নিয়মিত মামলার আসামী আকুয়া ফিরোজ লাইব্রেরী মোড়, ডন মোড় সংলগ্ন, ইব্রাহিম হোসাইন অন্তু (২৭),কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) দিদার আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার কেওয়াটখালী এলাকা হতে নিয়মিত মামলার আসামী চর নিলক্ষীয়া, চিকামারী রনি (২৮),কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মানিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার ধর্ষন মামলার আসামী ১। মোঃ নাঈম(১৯), পিতা-মোঃ মানিক, মাতা-ফজিলা খাতুন,সাং-বরিয়ান দক্ষিনপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই(নিঃ) দেবাশীষ সাহা এবং এএসআই (নিঃ)দুলাল চন্দ্র রায় ০১টি করে সিআর বডি এবং এসআই(নিঃ) রাশেদুল ইসলাম ১টি জিআর মোট ০২টি সিআর এবং ০১টি জিআর বডি তামিল করা হয়। সিআর বডি ০২ জন হলেন-চরকালী চর ঈশ্বরদিয়ার লিটন মিয়া, ও লিটন মিয়া, জিআর বডি ০১ জন হলেন আকুয়া চৌরঙ্গীর মোড়ের মোঃ রুমন। উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।