You must need to login..!
Description
স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালি্য়ে ০৮ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় মাদকব্যবসায়ীসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই(নিঃ) কুমোদলাল দাস এর নেতৃত্বে অভিযান চালি্য়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার ঢাকা বাইপাস সংলগ্ন ফুলবাড়ীয়া রোডে নিউ সুপার মার্কেট এর সামনে হতে দ্রুত বিচার মামলায় আসামী তারাকান্দা নন্দীপুরের মোঃ শরিফ (২৪), মাসকান্দা, গনসার মোড়ের রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২২), । -আকুয়া মোড়ল পাড়া (লিটন কমিশনারের বাড়ী পাশে),মোঃ জনি (২০), জুটমিল গেইট বাজার, চরকালী বাড়ী, মনু রবি দাস (২২),কে গ্রেফতার করে এবং তাদের নিকট হতে একটি সবুজ ও খয়েরী রঙের অটোরিক্সা, যার মূল্য অনুমান ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা, ০৪টি ব্যাটারী আছে, সর্বমোট ১,৪৩০/- (এক হাজার চারশত ত্রিশ) টাকা, এবং একটি কালো রংয়ের ব্যাগ যার উপর APEX লোগো লেখা আছে, যার ভেতর একটি Parachute skin Pure (200ml) Moisture লোশন, একটি কালো রংয়ের Classic Lady 18 Color Make Up kit, একটি bajaj ALMOND DROPS (100 ml), একটি 4k Plus Whitening Night Cream (20g), একটি PONDS Bright Beauty Cream (35g), দুইটি Blue রংয়ের প্রিন্টের থ্রি-পিছ কাপড়, ও একটি Dark Slate Blue রংয়ের প্রিন্টের থ্রি-পিছ কাপড় উদ্ধার করেন।
এসআই(নিঃ) কামাল হোসেন এর নেতৃত্বে অভিযান চালি্য়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার গনেশ্যামপুর সাকিনস্থ আসামীর নিজ বাড়ী হইতে নারী ও শিশু নির্যাতন মামলায় গনেশ্যামপুরের মোঃ জাহাঙ্গীর আলম(২৮)কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) কুমোদলাল দাস এর নেতৃত্বে অভিযান চালি্য়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার বাঘমারা এলাকা হইতে অন্যান্য মামলার আসামী বাঘমারার আবুল হাসেম (৩৫)কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) উজ্জল সাহা এর নেতৃত্বে অভিযান চালি্য়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম কালীবাড়ী রোডস্থ এল.জি.ই.ডি ভবনের সামনে পাকা রাস্তার উপর হতে দস্যুতার চেষ্টা মামলার আসামী চর কালীবাড়ী মোঃ ইমন (১৯)কে গ্রেফতার করে এবং তার নিকট হতে (১)একটি স্টীলের ফোল্ডিং চাকু, যারখোলা অবস্থায় দৈর্ঘ্য অনুমান ১৯.৫ (উনিশ দশমিক পাঁচ) সেঃমিঃ ও ফোল্ডিং অবস্থায় দৈর্ঘ্য অনুমান ১০.৫ (দশ দশমিক পাঁচ) সেঃমিঃ, যার একপাশে স্ক্রু দ্বারা সংযুক্ত সোনালী রংয়ের পাত রয়েছে এবং ধৃতআসামীর পকেট হতে (২) বাংলাদেশী টাকার বিভিন্ন প্রকার নোটের মোট ৩৪০/-(তিনশত চল্লিশ) টাকা উদ্ধার করেন।
ইহাছাড়াও এসআই(নিঃ) আবুল কাশেম ০১টি সিআর সাজা বডি তামিল করেন। সিআর সাজা বডি একজন হলেন আশিকুর রহমান, পিতা-আব্দুল জলিল, সাং-কিছমত, পোঃ রহমতপুর বাজার, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।