আঃ খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ার কৃতি সন্তান,প্রথিতযশা ব্যক্তিত্ব বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ড.এনামুল হক আর নেই।বগুড়ার টিএমএসএসের মম-ইন বিনোদন জগতে তাঁর স্থাপিত ড.এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমী তাঁরই স্থাপত্য কৌশলে নির্মাণাধীন নামফলক স্তম্ভে আজ ১২ জুলাই ফুলেল শ্রদ্ধা জানান টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক প্রফেসর ড.হোসনে-আরা বেগম।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড.এম.আজিজুর রহমান,প্রফেসর ড.ইয়াসমিন আরা লেখা,উপাচার্য ও উপ-উপাচার্য,উত্তরা বিশ্ববিদ্যালয়, ঢাকা ও পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড সভ্য রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান,প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী,টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম প্রমূখ।বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ড.এনামুল হকের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,এনজিও কর্মী,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।