ফুলবাড়ীয়ায় যুবক খুনের ঘটনায় গ্রেফতার ৩

ফুলবাড়ীয়ায় যুবক খুনের ঘটনায় গ্রেফতার ৩

BMTV Desk No Comments

ফুলবাড়ীয়া প্রতিনিধি ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের কমলাপুর গ্রামের কাজের মজুরির টাকা নিয়ে দ্বন্দে এনামুল হক (৩৫) কে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত এনামুল হক কমালাপুর গ্রামের এবেদ আলীর ছেলে। খবর পেয়ে বুধবার (১৩ জুলাই) দুপুরে পুলিশ কমলাপুরসহ আশপাশের গ্রামে অভিযান চালিয়ে আ. মতিন (৫২) মফিদুল (৪৮) আতিক (৩৫) নামের তিনজনকে গ্রেফতার করেছেন।

পুলিশ ও এলাকাবসী সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে এনামুল হকের ভাতিজি জামাই মামুনের নির্মাণ কাজের মজুরি টাকা নিয়ে একই গ্রামের চান মাহমুদের ছেলেদেরর সাথে মারামারির ঘটনা ঘটে। এ সময় দাড়াঁলো দেশীয় অস্ত্র দিয়ে এনামুলক হককে কুপিয়ে মারাত্মক আহত করে। রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বুধবার সকাল দশাটার দিকে চিকিৎসাধীন এনামুল মারা যায়।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ জানায়, হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে, জড়িত অন্যান্যদের গ্রেফতার অভিযান চলছে। ঢাকা মেডিকেল কলেজে ময়না তদন্ত শেষে পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে আসার পর থানায় অভিযোগ দিবেন বলে জানিয়েছেন।