গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা ঃ গফরগাঁও উপজেলার দক্ষিণে বিলের পানিতে সাঁতার কাটতে গিয়ে ডুবে মুহাম্মদ সাইমুর রহমান সায়েম (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টার দিকে উপজেলার পাইথল ইউনিয়নের গুইনগার বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইমুর রহমান সায়েম ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহ আনন্দমোহন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা গেছে , রোববার (১৭জুলাই) দুপুর ১টার দিকে নিহত সাইমুর রহমান সায়েম ও তার দুই ভাই অনিক ও জোবায়েরকে সাথে নিয়েগুইনগার বিলের মাছের প্রজেক্টের পানিতে সাঁতার কাটতে যায়। তিনজন মিলে সাঁতরে বিলটি একবার পার হয়। এরপর আবার সাঁতার কেটে ফিরে আসার পথে অনিক ও জোবায়ের সাঁতরে বিল পার হতে পারলেও সিয়াম পানিতে ডুবে যায়। অনিক ও জোবায়েরের চিৎকার শুনে প্রতিবেশি এসে বিলের পানি থেকে সিয়ামের লাশ উদ্ধার করে।
পাইথল ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান ঢালী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।