মসিকে কোভিড-১৯ বুস্টার ডোজ দিবস উদযাপিত

image

You must need to login..!

Description

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ আজ ১৯ জুলাই মঙ্গলবার কোভিড ১৯ বুস্টার ডোজ দিবস উপলক্ষে সারা দেশের মত ময়মনসিংহ সিটি কর্পোরেশনেও (মসিক) বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

৩ টি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ৩৩ টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে স্থাপিত বুথের মাধ্যমে সকাল ০৯ টা থেকে বেলা ০৩ টা পর্যন্ত বুস্টার ডোজ টিকা প্রদান করা হয়। এছাড়াও বুস্টার ডোজ নেওয়ায় উৎসাহিত করতে প্রতিটি ওয়ার্ডে মাইকিং সহ নানামুখী প্রচারণার ব্যবস্থা করা হয়।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ এ কার্যক্রমের বাস্তবায়ন করেন।

উল্লেখ্য, ১৮ বছর ঊর্ধ্ব সিটি এলাকার বুস্টার ডোজ পাওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্যে প্রায় ৩৫ ভাগ মানুষ ইতোমধ্যে বুস্টার ডোজ নিয়েছেন। বর্তমানে ১৮ বছরের ঊর্ধ্বে বুস্টার ডোজ পাওয়ার যোগ্য ব্যক্তির সংখ্যা ২ লক্ষ ৩ হাজার ৬০২ জন।

আজ সকাল ১০ টায় ০৯ নং ওয়ার্ড কার্যালয়ে দিবসের উদ্বোধন করেন এবং দিনব্যাপী বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।

এ সময় তিনি জানান, সর্বোচ্চ সংখ্যক মানুষকে কোভিড ১৯ বুস্টার ডোজ টিকা দিতে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি। তবে সবাইকে তার নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে ব্যক্তিসচেতনতা নিয়ে এগিয়ে আসতে হবে।

পরিদর্শনকালে সচিব রাজীব কুমার সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল হক, মেডিকেল অফিসারবৃন্দ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার ও স্থানীয় কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার