আব্দুল খালেক পিভিএম ।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কিশোরগঞ্জ জেলার কাতিয়ারচর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত ২য় ধাপ বিশেষ সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান ১৮/৭/২২ তারিখ জাকজোমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন ও নবাগত প্রশিক্ষণাথীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের উপমহাপরিচালক(অপারেশান)এ কে এম জিয়াউল আলম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জ ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম। অনুষ্প্রঠানের প্রধান অতিথি প্রশিক্ষনার্থীদের বাস্তব জীবনে প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন। বিশেষ অতিথি সবাই কে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান। প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কিশোরগঞ্জ জেলার,জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহম্মদ।প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পযার্য়ের কর্মকর্তা,জেলার সকল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা,প্রশিক্ষক,প্রশিক্ষিকা,উপজেলা কোম্পানি কমান্ডার,গনমান্য ব্যক্তিবর্গ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।উল্লেখ্য উক্ত প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে ২১২জন সদস্য অংশ নেয়।কুচকাওয়াজ পরিদর্শন শেষে উপমহাপরিচালক এ কে এম জিয়াউল আলম সন্তোষ প্রকাশ করেন ও প্রশিক্ষণে অংশ গ্রহণকারী সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও প্রশিক্ষকদের প্রতি ধন্যবাদ জানান।