সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা পরবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন–ডোমেইন প্রধান 

সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা পরবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন–ডোমেইন প্রধান 

BMTV Desk No Comments

আব্দুল খালেক পিভিএম ।।  উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-৭ সিলেট ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক বন্যা পরবর্তী সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।এ এলাকার বন্যা পরবর্তী সমযে বানভাসি মানুষের পূনর্বাসনের সুবিধার্থে টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের জরুরী নির্দেশক্রমে ও টিএমএসএসের সেক্টর প্রধান, উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খানের পরামর্শে এবং টিএমএসএসের হেম অপারেশন এন্ড আইটির পরিচালক মোঃ মাহাবুবর রহমানের তত্ত্বাবধানে সিলেট ডোমেইনের সিলেট ও সুনামগঞ্জ জেলার আওতাধীন বন্যায় ক্ষতিগ্রস্ত টিএমএসএসের সদস্যদের ঘরবাড়ি মেরামতের জন্য স্বল্প সার্ভিস চার্জের মাধ্যমে ঋণ বিতরণ,বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান,বন্যায় ক্ষতিগ্রস্ত গরীব ও দুস্থ মানুষের সন্তানদের বিনা মূল্যে স্কুলব্যাগ প্রদান কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক।তিনি সিলেট সদরের জালালাবাদ এলাকার বন্যা দূর্গত মানুষের মধ্যে ২১/৭/২২ তারিখ বিভিন্ন সহায়তা ও পরামর্শ প্রদান করছেন। তিনি সবাইকে জানান টিএমএসএসের এ মানবিক সহায়তা অব্যাহত রয়েছে ও তা চলমান থাকবে।ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে তিনি মহান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ও ধৈর্য ধারণ করতে সদস্যদের প্রতি আহবান জানান।পাশাপাশি যার যার অবস্থান থেকে নিজেদের কাজ করে যাওয়ার জন্যও ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক সবার প্রতি আহবান জানান। তিনি উপস্থিত সবার উদ্দেশ্য বলেন টিএমএসএস সার্বক্ষনিক আপনাদের পাশে ছিল,আছে ও ভবিষ্যতে থাকবে।তিনি এলাকার মানুষের মনোবল না ভেঙে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করে কাজ করে যাওয়ার পরামর্শ দেন।এ সময় তাঁর সাথে উপস্থিতি ছিলেন সিলেট ও সুনামগঞ্জ জেলার জোনাল ম্যানেজার মোয়াজ্জেম হোসেন,অঞ্চল পধান আঃ সালাম,মোঃ সাহানুর ইসলাম,মোঃ সেলিম আহমেদ ফকির ও ডাঃ তামিম আহমেদ সহ টিএমএসএসের মেডিকেল টিমের সদস্যবৃন্দ।ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক বন্যা পরবর্তী টিএমএসএসের বানভাসি সদস্যদের বাড়ি,বাড়ি গিয়ে খোঁজ খবর নেন।তিনি কয়েকটি শিক্ষা কেন্দ পরিদর্শন করে যাদের সন্তানদের বই পত্র,স্কুল ব্যাগ বন্যায় ভেসে ও নষ্ট হয়ে গেছে এমন ৩৮০জন শিক্ষার্থীদের কে স্কুল ব্যাগ পদানের ব্যাবস্থা করেন।এ সময় টিএমএসএসের সদস্যবৃন্দ,এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,এনজিও কর্মী,স্থানীয় শিক্ষক,শিক্ষার্থী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।