স্টাফ রিপোর্টার, , গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ১২ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে অপরাধমুক্ত নগরী গড়তে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বারজনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই(নিঃ) রাশেদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার আকুয়া দক্ষিনপাড়া খালপার জনৈক মুসলেম(৬০), পিতামৃতঃ মমিন আলী এর বাসার সামনে হতে ০১জন মাদক ব্যবসায়ী মোঃ আঃ রাজ্জাক (৩২), পিতামৃতঃ মোসলেম, সাং-আকুয়া জুবলী কোয়ার্টার, (খোকন এর বাসার ভাড়াটিয়া) (ভাসমান), থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয এবং তার সহযোগী ২জন মাদক ব্যবসায়ী পালিয়া যায়। ধৃত আসামীর নিকট হতে ৬০(ষাট)পিস গোলাপী রংয়ের নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার ওজন ০৬ (ছয়)গ্রাম উদ্ধার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নিঃ) আনিছুর রহমান, জহিরুল ইসলাম, এএসআই(নিঃ) মঞ্জুরুল হক, কাজল ও মিজান প্রত্যেকে ০১টি করে সিআর এবং এসআই(নিঃ) আবুল কাশেম, এএসআই(নিঃ) চান মিয়া, মাহমুদুল ইসলাম, হুমায়ুন আহম্মেদ,
আব্দুস ছাত্তার সকলে ০১টি করে ০৬টি সিআর সর্বমোট ০৫টি সিআর এবং ০৬টি জিআর বডি তামিল করা হয়।
জিআর গ্রেফতারী পরোয়ানা মুলে গ্রেফতারকৃতরা হলেন -কোতোয়ালীর মহজমপুরের জহিরুল ইসলাম, এপি সাং-আউচারপাড়া সুর তরঙ্গ রোড বাবুল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-টঙ্গী, জেলা-গাজীপুর
কোতোয়ালীর কৃষ্টপুর আলিয়া মাদ্রাসার রাজন, পাটগুদাম হাজী কাশেম আলী কলেজের পিছনে রাজন মিয়া, আকুয়া মোড়লপাড়ার মোঃ রবিন, কাচিঝুলি ইটাখোলা রোড জুয়েল @ টুপু, কৃষ্টপুর আদর্শ কলোনী(জুবেদার বাসার পাশে মংগুর ভাগ্নে) মোঃ খলিল।
সিআর গ্রেফতারী পরোয়ানা মুলে গ্রেফতারকৃতরা হলেন কোতোয়ালী,-চর ঈম্বরদিয়া (নামাপাড়া), মোঃ শহিদ মিয়া, -চরকালীবাড়ী, শম্বুগঞ্জ, (হাজী আবির আলী রোডের সাথে),সাখাওয়াত হায়াত খান শিপন,আলালপুর মাদ্রাসা সংলগ্ন মোঃ আনোয়ার হোসাইন, কৃষ্টপুর বাইলেন, মোঃ রনি মিয়া, চরহরিপুর শম্ভুগঞ্জ ইসমাইল হোসেন। উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।