ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ৪

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ৪

July 26, 2022 99 Views

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জন আসামীকে গ্রেফতার করেছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে অপরাধমুক্ত নগরী গড়তে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৮ জুয়াড়িসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই সোহেল রানা এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার ৫১/৩ (নিচতলা) চর পাড়া সাকিনস্থ হক প্যাথলজি এর সামনে হতে র‌্যাবের সহায়তায় চুরি মামলার আসামী চরপাড়ার, মোঃ সাইবি (১৯)কে গ্রেফতার করা হয় এবং আসামীর নিকট হতে তিনটি বাংলাদেশী ১০০/- টাকার নোট সর্বমোট (৩x১০০)=৩০০/-(তিনশত) টাকা এবং একটি নীল রংয়ের WALTON বাটন মোবাইল ফোন, যার মডেল নম্বর MH21, যার সিম নম্বর ০১৭৮৫-৬৮৮৭ উদ্ধার করা হয়।

এসআই মোহাম্মদ কামাল হোসেন এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ৩০ নং ওয়ার্ডস্থ খাগডহর ঘুনটি (মধ্যপাড়া) জনৈক তুহিন মিয়ার ঘরের সামনে ইট সলিং রাস্তা হইতে ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয় এবং আসামীর নিকট হতে ১৬(ষোল)পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ১.৬(এক দশমিক ছয়)গ্রাম, মূল্য ৪,৮০০/-(চার হাজার আটশত)টাকা এবং একটি স্টীলের সুইচ গিয়ার চাকু, যাহার এক পাশ ধারালো, যাহা খোলা অবস্থায় লম্বা অনুমান ৩৩ (তেত্রিশ) সেন্টিমিটার ও বন্ধ অবস্থায় অনুমান ১৮ (আঠার) সেন্টিমিটার, স্টীলের বাটের উভয় পার্শ্বে খয়েরী রংয়ের কাঠ স্ক্রু দ্ধারা আটকানো উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীর হলেন কোতোয়ালী, খাগডহরের মামুনুর রশিদ @ মামুন (৩২),।

এসআই উত্তম কুমার দাস এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম র‌্যালী মোড় এলাকা হইতে দস্যুতার চেস্টায় অজ্ঞাতনামা সন্দিগ্ধ আসামী হিসাবে সাহরুখ (২০), পিতা-আজহারুল, সাং-চর কালীবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করা হয়।

ইহা ছাড়াও এএসআই(নিঃ) সোহরাব হোসেন ০১টি সিআর সাজা বডি তামিল করেন। সিআর সাজাপ্রাপ্ত আসামী -ময়মনসিংহ সদর বাজিতপুরের নাসিমা আক্তার কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সাম্প্রতিক