স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার মহানগরীর বাগমারা কমিউনিটি সেন্টারে আজ বুধবার বিকালে ১৭ নং বিট কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ। তিনি বলেন, অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না। মাদক, চুরি ও ছিনতাই সহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ সর্বদায় প্রস্তুত রয়েছে। প্রয়োজন শুধু স্থানীয়দের সহযোগিতা। স্থানীয়রা জানে এলাকার কারা মাদক ব্যবসা করে, কারা চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত। তথ্য দিলে আমরা ব্যবস্থা নেব। সভায় ওয়ার্ড কাউন্সিলর কামাল খান, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ও বিট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।