আব্দুল খালেক পিভিএম, দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন ৩, রাজশাহী ডোমেইনের,রাজশাহী জোনের,কাটাখালি এরিয়ার খড়খড়ি শাখার কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ডিজিএম মোঃ মেজবাহুর রহমান।তাঁর সাথে উপস্থিত ছিলেন টিএমএসএসের হেম অপারেশন এন্ড আইটি পরিচালক মোঃ মাহাবুবর রহমান। পিকেএসএফের কর্মকর্তা ডিজিএম মোঃ মেজবাহুর রহমান ও টিএমএসএসের পরিচালক মোঃ মাহাবুবর রহমান রাজশাহীর টিএমএসএসের বোয়ালিয়া উপজেলার মেহেরচন্ডি গ্রামের ফুলতলা কেন্দ্র ও খড়খড়ি শাখা হতে ঋণের টাকায় প্রতিষ্ঠিত মোছাঃ রেখা খাতুনের গরু মোটাতাজা করণ প্রকল্প পরিদর্শন করেন।শাখার কার্যক্রম পরিদর্শন পরবর্তী ফুলতলা কেন্দ্রের সদস্য ও কর্মকর্তাদের সাথে ঋন বিতরন,খেলাপি,মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় ও টিএমএসএসের সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
টিএমএসএসের খড়খড়ি শাখার ম্যানেজার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পিকেএসএফের ডিজিএম মোঃ মেজবাহুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের হেম অপারেশন এন্ড আইটি পরিচালক মোঃ মাহবুবর রহমান ও টিএমএসএসের অপারেশন ৩, রাজশাহী ডোমেইনের,ডোমেইন প্রধান এসএম বাবুল।প্রধান অতিথি খণ বিতরণের সময় সতর্কতা অবলম্বন করতে সদস্য ও কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি খেলাপি ও মেয়াদোর্ত্তীণ ঋণ আদায়ে সদস্যদের সাথে যত্নশীল আচরণ করতে কর্মকর্তাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি ঋণের ঝুঁকিমুক্ত রাখার কৌশল নিয়েও সদস্যদের সাথে আলোচনা করেন।তিনি সংস্থার বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেন। মোঃ মাহাবুবর রহমান কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।তিনি সদস্যদের ঋণের টাকা যথাযথ প্রকল্পে বিনিয়োগ করার পরামর্শ দেন। মতবিনিময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএসের রাজশাহী জোন প্রধান মোঃ নাজিবুল হক,কাটাখালী এরিয়া প্রধান মোঃ আমিনুল ইসলাম,ফুলতলা কেন্দ্রের সকল সদস্য,সদস্য অভিভাবক ও এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ।