আব্দুল খালেক পিভিএম।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবাগত মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এনডিসি পিএসসি এর বাহিনীতে যোগদান উপলক্ষে এক দরবার অনুষ্ঠিত হয়।গাজীপুরের শফিপুর আনসার-ভিডিপি একাডেমীতে অনুষ্ঠিত এ দরবারে নবনিযুক্ত মহাপরিচালক বাহিনীর বিভিন্ন ইউনিট ও কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক ভার্চুয়ালী বক্তব্য দেন।আনসার ভিডিপি বাহিনী প্রধানের দেয়া দিক নির্দেশনার উপর গুরুত্বারোপ করে কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে।
ব্যটালিয়ান আনসারে শিঘ্রই নিয়োগ দেওয়া হবে,যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ প্রক্রিয়া রয়েছে।পুরাতন ও অবসরপ্রাপ্ত আনসারদের তালিকা প্রস্তুত করে এদের অবস্থান সম্পর্কে জানা। যারা আগে প্রশিক্ষন নিয়েছে কিন্তু সনদ পায়নি, আবার অনেকে চাকুরি পায়নি তাদের তালিকা প্রস্তুত ও বাস্তবায়ন করা হবে। প্রত্যেক ইউনিয়নে ভিডিপি প্লাটুন ভুক্ত করে ৩২পুরুষ ও ৩২মহিলা এদের পদবী ও দায়িত্ব বন্টন করা।
সাধরণ আনসারদের উন্নয়ন ও হিল আনসারদের জন্য সময় মত চিকিৎসার ব্যবস্হা,বিশেষ করে চট্টগ্রাম বিভাগে কর্মরতদের প্রতি দৃষ্টি দেওয়া।
পারস্পরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে একে অপরের কাঁধে হাত রেখে এগিয়ে যাওয়া। নারীদের প্রতি শ্রদ্ধাশীল,বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করার পাশাপাশি এদের সাথে নমনীয় ভাষায় কথা বলা। চাকুরির পাশাপাশি আত্ম কর্মসংস্থান গড়ে তোলা।
রাষ্ট্রের পদমর্যাদা হিসাবে আনসার বাহিনীর গুরুত্ব অপরিসীম।প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাহিনীর প্রশংসা করেছেন।
আগামী বার্ষিক সমাবেশের জন্য এখনই প্রস্তুতি নিতে হবে।কারণ প্রধানমন্ত্রী এ বছর সমবেশে সম্মিলিত হবে।তিনি পরবর্তী দরবারে বাহিনী সম্পর্কে তাঁর কর্মপরিকল্পার বিষয়ে অবহিত করার প্রত্যয় ব্যক্ত করেন।