আব্দুল খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১ বগুড়া ডোমেইন কর্তৃক আয়োজিত,বগুড়া ডোমেইনের অধীন সকল জোনাল ম্যানেজার,অঞ্চল প্রধান ও শাখা প্রধানদের সমন্বয়ে সংস্থার মাঠ পর্যায়ের ২০২১-২২ অর্থ বছরের কার্য অগ্রগতি পর্যালোচনা ও ২০২২-২৩ অর্থ বছরের কর্ম পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়ন কৌশল নির্ধারনী সভা ২৮/৭/২২ তারিখ বগুড়া টিএমএসএসের হোটেল মমইনে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের অপারেশন-১ বগুড়া ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ডিএমডি-২ এ.টি.এম গোলাম মাওলা।পিকেএসএফ এর ডিজিএম মোঃ মেজবাহুর রহমান ও এজিএম মোঃ আবুল কালাম আজাদ।সভায় টিএমএসএস প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম,টিএমএসএসের হেম সেক্টরের উপদেষ্টা আয়শা বেগম,টিএমএসএসের সুশাসন বিভাগের পরামর্শক আলহাজ্ব মোঃ শামসুল আলম,পরামর্শক মোঃ খায়রুল ইসলাম,টার্স ফোর্সের চেয়ারম্যান আহসান হাবিব,টিএমএসএসের সেক্টর প্রধান,উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান,হেম অপারেশন এন্ড আইটি পরিচালক মোঃ মাহাবুবর রহমান প্রমুখ বক্তব্য দেন।
অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম কর্মকর্তাদের নতুন নতুন কর্মপরিকল্পনা নির্ধারন করে কার্যক্রম চালানোর পরামর্শ দেন।তিনি সততা ও ন্যায় নিষ্ঠার সাথে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেওয়ার পাশাপাশি সংস্থার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলি জনসাধারণের মধ্যে তুলে ধরার জন্য আহবান জানান।হেম সেক্টরের উপদেষ্টা আয়েশা বেগম কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে।
সারাদিন ব্যাপি কর্ম পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারণী সভায় ২০২২-২৩ অর্থ বছরের মাঠ পর্যায়ের কর্মপরিকল্পনা গ্রহণ, বার্ষিক বাজেট বাস্তবায়ন কৌশল নির্বারণ বিষয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন টিএমএসএসের সেক্টর প্রধান,উপনির্বাহী পরিচালক ৩ মোঃ সোহরাব আলী খান।তিনি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করার পাশাপাশি বার্ষিক বাজেটের টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।কর্মশালায় অপারেশন-১,বগুড়া ডোমেইনের অধীন ৫টি জোনের জোন প্রধান, ২১টি এরিয়ার এরিয়া প্রধান ও ১১৪টি শাখার শাখা প্রধানগন সভায় অংশ নেয়।সভায় টিএমএসএসের সার্বিক কর্মকান্ড নিয়ে আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।টিএমএসএসের মাঠ পযার্য়ের বকেয়া হ্রাস ও নতুন,নতুন কর্মসূচিতে ঋণ বিতরন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।সভায় বগুড়া ডোমেইনের সকল জোনাল,এরিয়া ও শাখা প্রধানগনসহ নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান ও মোঃ আঃ হান্নান,উপনির্বাহী পরিচালকের ব্যক্তিগত সচিব মোঃ আল মেহেদী পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।