July 30, 2022
68
No Comments

You must need to login..!
Description
স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ নগরীর ৩৩ নং ওয়ার্ডের চরঝাওগড়া গ্রামের মদিনা নগরে ভ্যান চালক দৃষ্টি প্রতিবন্ধী মোঃ ইউনুস আলী (৭৫) শনিবার (৩০ জুলাই) সকালে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মর্মান্তিক মৃত্যুবরন করেছে। মৃত্যুর সংবাদ
পেয়ে এলাকার শত শত লোক তাকে দেখতে বাড়িতে চলে যায়।
ভ্যান চালক মোঃ ইউনুস আলীর পূত্র আব্দুর রহিম জানান, মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পূত্র ২ কণ্যা নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।ন শনিবার বাদ জোহর শম্ভুগঞ্জ পশ্চিম বাজারে ভ্যান চালক মোঃ ইউনুস আলীর নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানের তার লাশ দাফন করা হয়।