আব্দুল খালেক পিভিএম।। দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম বগুড়ায় টিএমএসএসের মমইন বিনোদন জগৎ এর অন্তর্ভুক্ত টিএমএসএসের হেল্থ সেক্টরের আওতাধীন প্রস্তাবিত চিড়িয়াখানার Animal Sanctuaries তত্ত্ববধায়ন জনবলের আবাসস্থল ও বহুতল অফিস ভবনের স্থান পরিদর্শন করেন।তিনি গ্রাউন্ড ফ্লোর ভাড়া প্রস্তাবকারী কয়েকজন বেকার যুবকের উক্ত স্থানে রক্ষিত ভ্রাম্যমাণ ফুচকা ঘরের Cleanness বিষয়ক নির্দেশনা প্রদান করছেন।এ সময় তাঁর সাথে উপস্থিতি ছিলেন তাঁর একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান।টিএমএসএসের মমইন বিনোদন জগতের চিড়িয়াখানার জন্য সম্প্রতি হরিণ ক্রয় বিষয়ে ঢাকার কাঞ্চন ব্রীজ এলাকার সিনহা গ্রুপের পালিত হরিণ পাল পরিদর্শন করেন অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম। এ সময় তাঁর সাথে উপস্থিতি ছিলেন সিনহা গ্রুপের উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব আবু জাফর,সিনহা গ্রুপের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস আহম্মদ প্রমুখ।অতি শীঘ্রই টিএমএসএসের বিনোদন জগতের চিড়িয়াখানায় প্রায় শতাধিক হরিণ সংযুক্ত হতে চলেছে।আপনারা স্বল্প খরচে ও আপনাদের মানসিক পরিতৃপ্তির জন্য স্ব-পরিবারে টিএমএসএসের মমইন হোটেল ও টিএমএসএসের মমইন বিনোদন জগতে ঘুরে আহবান জানিয়েছেন হোটেল মমইন কর্তৃপক্ষ।