You must need to login..!
Description
আব্দুল খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের হেল্থ সেক্টরের আওতাধীন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার করিমপুর নার্সিং ইনস্টিটিউট এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফেরিতে নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১ আগস্ট ইন্সটিটিউটের হল রুমে অনুষ্ঠিত হয়।নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ মোছাম্মদ খালেদা আক্তার কল্পনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ভুল্লির হাট বিবি কাঞ্চন চক্ষু হাসপাতালের পরিচালক ডাক্তার আব্দুল লতিফ।আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে ইন্সটিটিউটের প্রাক্তন ট্রাস্টি বোর্ডের মেম্বার সিরাজুল ইসলাম,ডোনার প্রতিনিধি মোঃ মহসিন আলম শামীম,টিএফজেডএইচ এর আবাসিক চিকিৎসক ডাক্তার জি কে এম শাফায়েত হোসেন এবং মেডিক্যাল অফিসার ডাক্তার সালছাবিল ইসলাম সেমন্তী ও ইন্সটিটিউটের নাসিং ইন্সট্রাক্টর মোছাম্মৎ মমতাজ প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন টিএমএসএস ফাতেমা তুজজোহরা (রা:) হাসপাতালের নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন।টিএমএসএস ফাতেমাতুজ জোহুরা (রাঃ)হাসপাতাল ও টিএমএসএস নার্সিং ইনস্টিটিউট বীরগঞ্জের কর্মকর্তা কর্মীদের সহযোগিতায় ও ছাত্র-ছাত্রীদের সুশৃঙ্খল অবস্থানে অনুষ্ঠানটি সুষ্ঠু,সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রথম ব্যাচ ও নবাগত সেকেন্ড ব্যাচের ৫৫ জন ছাত্রছাত্রী অংশ নেয়।অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,শিক্ষক,শিক্ষার্থী,রাজনৈতিক নেতৃবৃন্দ,এনজিও কর্মী,শিক্ষার্থী অভিভাবক,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।