বগুড়ার টিএমএসএস নার্সিং কলেজের শিক্ষার্থীদের পরিচিতি ও ক্লাস উদ্বোধন

image

You must need to login..!

Description

আব্দুল খালেক পিভিএম ।।  উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস পরিচালিত নার্সিং কলেজের নতুন শিক্ষার্থীদের পরিচিতি ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠান ২আগষ্ট বগুড়ায় অধ্যাপক ডা: একেএম মাসুদুর রহমান হলে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের ১৪তম ব্যাচ,ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ৭ম ব্যাচ, বিএসসি ইন নার্সিং বেসিক কোর্সের ১১তম ব্যাচ ও বিএসসি ইন নার্সিং পোস্ট বেসিক কোর্সের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের পরিচিতি ও ক্লাস উদ্বোধন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডীন ও নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ রবিউল ইসলাম শাহ।গেস্ট অব অনার হিসাবে বক্তব্য দেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।বক্তারা বলেন,নার্সিং সেবার মাধ্যমে দেশে এবং বিদেশে চাকরির সুযোগ রয়েছে।সে সুযোগ গ্রহণ করতে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে উঠতে হবে। নার্সিং পেশার মর্যাদা ও অবদান এখন সর্বজন স্বীকৃত।নার্সিং শিক্ষা অর্জন করে এখন উচ্চতর ডিগ্রীসহ পিএইচডি করার সুযোগ তৈরী হয়েছে।
টিএমএসএস নার্সিং কলেজের অধ্যক্ষ রাবেয়া বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ ড.মোঃ ফয়জুর রহমান,বগুড়া নার্সিং কলেজের অধ্যক্ষ মনজুর হোসেন,রংপুর নার্সিং কলেজের অধ্যক্ষ রিজিয়া খাতুন, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক রোটারিয়ান ডা:মোঃ মতিউর রহমান,বগুড়া নার্সিং কলেজের প্রভাষক নাজমা বেগম ও টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের ডোমেইন প্রধান ডা.এ এইচএম আখতারুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সহকারী পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম।অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,বিভিন্ন বর্ষের নার্সিং শিক্ষার্থী,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার