আব্দুল খালেক পিভিএম ।। দেশের শীর্ষ স্থানীয় এনজিও প্রতিষ্ঠানগুলোর মধ্যে উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত টিএমএসএস অন্যতম।এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ সমাজের অসহায় মানুষের কল্যাণে সামাজিক ও মানবিক উন্নয়নে কাজ করছে।দাতা সংস্থা water.org-এর অর্থায়নে টিএমএসএস,প্রোগ্রাম-১ ডোমেইনের আওতাধীন সমাজের অবহেলিত জনগোষ্টির নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন সেবা নিশ্চিত করতে সারা দেশব্যাপী WaterCredit প্রকল্প বাস্তবায়ন করে চলেছে উত্তর জনপদের জনপ্রিয় প্রতিষ্ঠান টিএমএসএস।এ প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে অপারেশন-৫,চট্রগ্রাম ডোমেইনের,ডোমেইন প্রধান শুভাশীষ সাহার দক্ষ ব্যবস্থাপনায় তাঁর কর্ম এলাকায়ও বাস্তবায়ন হচ্ছে প্রকল্পটি।অপারেশন-৫ ডোমেইনের আওতাধীন নোয়াখালী জোনের জোন প্রধান আঃ কাদেরের কর্ম এলাকা টিএমএসএস।সুবর্ণচর শাখার ফিল্ড অফিসার মফিজ উদ্দিনের গ্রুপ পরিদর্শন ও ওয়াশ লোন ফলোআপ পরিদর্শনে টিএমএসএস,WaterCredit প্রোগ্রাম,চট্টগ্রাম বিভাগের ট্রেনিং কো-অর্ডিনেটর তাজউদ্দিন আহমদ তাজ কথা বলেন টিএমএসএস থেকে ঋণ নিয়ে সুপিয় পানির জন্য নলকূপ স্থাপন করা উপকারভোগী চরকাজী মুখলেছ,সুবর্ণচরের বাসিন্দা স্বপ্না বেগমের সাথে।স্বপ্না বেগম জানান” আমাদের এলাকায় নিরাপদ পানির সমস্যা দীর্ঘদিনের।আমার বাড়িতেও এ সমস্যা ছিল।অর্থ্যাৎ নিরাপদ পানি ব্যবস্থা ছিলোনা,অন্যের বাড়ি থেকে পানি এনে চাহিদা মেটানো হতো।টিএমএসএস-এর গ্রুপ মিটিংয়ের মাধ্যমে জানতে পারি নলকূপ ক্রয়ের জন্য ঋণ দেওয়া হয়,তখন আমি ঋণ নিয়ে একটি নলকূপ স্থাপন করি।তিনি জানান এখন আমার খাবার পানির জন্য অন্যের বাড়ি যেতে হয়না।এখন আমি অনেক খুশি।টিএমএসএস প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।”
এভাবেই প্রতিনিয়ত সমাজের পিছিয়েপড়া জনগোষ্টির নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন সেবা নিশ্চিত করতে কাজ করছে টিএমএসএস।