You must need to login..!
Description
স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালি্য়ে সাজাপ্রাপ্তসহ ০৯ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেফতার ও আদালতের নির্দেশ বাস্তবায়নে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ৯জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই (নিঃ) ফারুক আহম্মেদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ এলাকায় জয়বাংলা চত্ত্বর এর সামনে পাকা রাস্তার উপর হতে দস্যুতার চেষ্টা মামলার আসামী কালিবাড়ি পুরাতন গুদারাঘাট, স্কয়ার হাসপাতাল নিঝুম আহম্মেদ @ রিয়াজ (২২),পাটগুদামের হৃদয় দাস @ আকাশ (২১)কে গ্রেফতার করেন এবং তাদের নিকট হতে কটি স্টীলের ফোল্ডিং চাকু, যাহার লম্বা অনুমান ১৯.৫ (ঊনিশ দশমিক পাঁচ) সেন্টিমিটার, যার বন্ধ অবস্থায় লম্বা অনুমান ১০.৫ (দশ দশমিক পাঁচ) সেঃমিঃ, যাহার একপাশ ধারালো, যার বাটের একপাশে সোনালী রংয়ের পাত স্ক্রু দ্ধারা আটকানো অপর পাশে একটি ক্লিপ স্ক্রু দ্ধারা আটকানো, এবং একটি লাল রংয়ের প্লাস্টিকের বাটযুক্ত স্টীলের চাকু, যার বাটসহ লম্বা অনুমান ১৬.৫ (ষোল দশমিক পাঁচ) সেঃমিঃ, যাহার একপাশ ধারালো ও ধারালো অংশের লম্বা অনুমান ৭ (সাত) সেঃমিঃ, চাকুর উপরে ইংরেজীতে KIWI BRAND MADE IN THAILAND লেখাসহ চিহ্ন বিদ্যমান উদ্ধার করেন।
এসআই (নিঃ)হাবিবুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার আকুয়া চৌরাঙ্গীর মোড় এলাকা হতে অন্যান্য মামলার আসামী আকুয়া চৌরঙ্গীর মোড়ের পাপেল(৩০)কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) তানভীর আহমেদ ছিদ্দীকী এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ বাস স্ট্যান্ড এর শরীফ চা ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর হইতে দস্যুতার চেষ্টা মামলার আসামী কৃষ্টপুর, আর্দশ কলোনীর মোঃ রিফাত (২০)কে গ্রেফতার করেন এবং তার নিকট হতে একটি সাদানীল রংয়ের 5 Star বাটন মোবাইল, যার মডেল নং- BD20, (২) বাংলাদেশী টাকার ১০০/-(একশত) টাকার একটি নোট, এবং (৩)একটি লাল কালো রংয়ের এন্টি কাটার, যার দৈর্ঘ্য (বন্ধ অবস্থায়) অনুমান ৬ ইঞ্চি, (খোলা অবস্থায়) অনুমান ৯ ইঞ্চি, যার স্টিলের ভেতর A-100
লেখা আছে এবং পিছনের দিকে CUTTER KNIFE লেখা আছে, যার উভয় পাশে খাঁজকাটা অংশ উদ্ধার করেন।
এসআই (নিঃ) মাহফুজুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ বাজার এলাকা হইতে ধর্ষণ মামলার আসামী চর আনন্দীপুর, এপি/সাং-চর রঘুরামপুরের ওয়াজেদুল ইসলাম ওরফে ওয়াজেদ (৫০)কে গ্রেফতার করেন।
এহাছাড়াও এএসআই(নিঃ)হুমায়ুন কবির, এএসআই (নিঃ) ছামিউল হক, এএসআই (নিঃ)কাজল মিয়া প্রত্যেক পৃথক পৃথক অভিযান চালি্য়ে ০৩টি জিআর বডি জিআর মামলায় পরোয়ানাভূক্ত ৩ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ৩৭নং গোলকী বাড়ীর শাকিল মিয়া,পাটগুদাম দুলদুল ক্যাম্প এর রাকিবুল হাসান ওরফে রাজু (২৮) ও তারাপুর সেনেরচ রের মিজান মিয়া।
এসআই(নিঃ) আশিকুল হাসান অভিযান চালিয়ে ০১টি সিআর সাজা বডি সিআর সাজাপ্রাপ্ত আসামী পুটিয়ালী গ্রামের এখলাছুর রহমান ওরফে জুয়েল গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।