আঃখালেক পিভিএম,উত্তরাঞ্চল।উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও গুলোর মধ্যে টিএমএসএস অন্যতম।টিএমএসএস সারা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক কর্মকান্ড পরিচালনা করে আসছে।সামাজিক উন্নয়নে কাজ করার জন্য দক্ষ জনশক্তির প্রয়োজন, সে জনশক্তি তৈরি,আর্থ-সামাজিক উন্নয়ন ও দেশের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে টিএমএসএস বদ্ধপরিকর।কর্মীদের দক্ষতা ও কর্মস্পৃহা বৃদ্ধি করতে সংস্থাটি দেশের প্রতিটি কর্ম এলাকায় তাদের সকল কর্মী বাহিনীদের একত্রিত করে প্রতি-৩ মাস অন্তর,অন্তর কর্মশালার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় টিএমএসএসের অপারেশন-৫,চট্টগ্রাম ডোমেইনের অধীন ফেনী জোনের মহিপাল শাখায় ৫ আগষ্ট এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।উক্ত কর্মশালায় ২০২২-২৩ অর্থ বছরের মাঠ পর্যায়ের কর্মকৌশল নির্ধারণ,কর্মস্পৃহা বৃদ্ধি,কাজের অগ্রগতি পর্যালোচনা ও ওয়াটার ক্রেডিট প্রোগ্রামের লক্ষ্যমাত্রা অর্জন,সমাজের অবহেলিত পিছিয়েপড়া জনগোষ্টির সামাজিক নিরাপদ পানি, পয়:নিষ্কাশন সেবা নিশ্চিত করতে প্রকল্প সমাপ্তির পরও কিভাবে কার্যক্রমকে চলমান রাখা যায় সে সকল বিষয়ে উক্ত কর্মশালায় আলোচনা ও পর্যালোচনা করা হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন, অপারেশন-৫,চট্টগ্রাম ডোমেইনের,ডোমেইন প্রধান শুভাশীষ সাহা।এরিয়া প্রধান মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী জোনের,জোন প্রধান মোঃ শহিদুল ইসলাম ও ওয়াটার ক্রেডিট প্রোগ্রাম চট্টগ্রাম বিভাগের ট্রেনিং কো-অর্ডিনেটর মোঃ তাজউদ্দিন আহমদ তাজ। কর্মশালায় চলতি অর্থ বছরের পরিকল্পনা বাস্তবায়ন ও টার্গেট পূরণ করতে অভিপ্রায় ব্যক্ত করা হয়।সারা দিন ব্যাপী কর্মশালায় ফেনী জোনের সকল শাখা ও মাঠ কর্মকর্তারা অংশ নেয়।