আব্দুল খালেক পিভিএম।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস সারা দেশ ব্যাপী সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।প্রতিষ্ঠানের বিভিন্ন মানবিক কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন বাংলাদেশ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড.শাহনাজ আফরিন।তিনি টিএমএসএস কার্যালয়ে পৌঁছালে তাঁকে টিএমএসএসের পক্ষ থেকে স্বাগতম ও ফুলের শুভেচ্ছা জানান টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।এ সময় উপস্থিত ছিলেন টিএমএসএসের হেম সেক্টরের উপদেষ্টা আয়শা বেগম ও টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তাগন।পরে এ উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য দেন বাংলাদেশ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আফরিন,অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম ও টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম প্রমুখ। বাংলাদেশ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব টিএমএসএসের সকল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। টিএমএসএসের পক্ষ থেকে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা
নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম হোম বেইজড ওয়ার্কার মহিলাদের প্রস্ততকৃত হ্যান্ডিক্রাফট সামগ্রী উপহার হিসাবে বাংলাদেশ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ সচিব ড. শাহনাজ আরেফিন এনডিসি কে প্রদান করেন। এ সময় টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।