ময়মনসিংহে কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিব

ময়মনসিংহে কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিব

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহে শেরপুর জেলার সীমান্ত এলাকায় গত কয়েক বছরে অভিযান পরিচালনা করে প্রায় কোটি টাকার মাদক আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

সোমবার (৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে বিজিবি ময়মনসিংহ এর মাল্টিপারপাস সেড সংলগ্ন মাঠে ধ্বংস করা হয়েছে এসব মাদক।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে বিদেশি মদ, ভারতীয় গাঁজা, ভারতীয় ফেন্সিডিল ও ইয়াবা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর দপ্তরের সেক্টর কমান্ডার ও পিএস উপ-মহাপরিচালক কর্নেল মো. মাহমুদুর রহমান।

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক ও পরিচালক লে. কর্ণেল মো. তৌহিদ মাহমুদ পিএসসি, অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর গাজী মুহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ সদর দপ্তরের সেক্টর এবং ব্যাটালিয়নের সকল পদবীর অফিসার, সহকারী কমিশনার (ভূমি) মো. শিহার আরিফ, নকলা (ময়মনসিংহ) এর অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. হাফিজুর রহমান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম।