ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

BMTV Desk No Comments

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের নান্দাইলে ভিমরুলের কামড়ে সাওদা নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ভিমরুলের কামড়ে আরও আহত হয় নিহত শিশুর মা ও দাদী ।

রোববার (৭ আগস্ট) বিকেলে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের তাঁরাপাশা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাওদা ওই এলাকার খালেদ ভূইয়ার মেয়ে।

জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইউনিয়নের তারাপাশা গ্রামের খালেদ বাড়িতে নতুন ঘর তৈরি করছেন খালেদ। বিকেলের দিকে খালেদের বৃদ্ধ মা ওই ঘরের পেছনে যান। গিয়েই তিনি চিৎকার শুরু করেন। চিৎকার শুনে সাওদাকে কোলে নিয়ে তার মা দৌড়ে ঘরের পেছনে যান। এ সময় তাদেরকেও ভিমরুল কামড়ায়।
পরে বাড়ির অন্যরা টের পেয়ে তাদের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে শিশুটিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করলেও শিশুটির
অভিবাবকরা তাকে হাসপাতালে না নিয়ে বাড়িতে নিয়ে আসেন।বাড়িতে আনার পর শিশুটির অবস্থার অবনতি হলে আবারও হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিশোরগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে নেওয়ার পথেই শিশুটি মারা যায়।
তিনি আরও বলেন, ওই বৃদ্ধা হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। তবে শিশুটির মায়ের অবস্থা ভালো হওয়ায় তিনি বাড়িতেই আছেন।