You must need to login..!
Description
আব্দুল খালেক পিভিএম।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের আওতাধীন ঢাকার মাসুদা মেটারনিটি হাসপাতালে উদ্যোগে ৭ আগষ্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রোগ নিয়ন্ত্রণ শাখা কর্তৃক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায়“কলেরা টিকাদান ক্যাম্পেইন-২০২২” অনুষ্ঠিত হয়।উক্ত ক্যাম্পেইনে এলাকার ১বছর ও তদূর্ধ্ব বয়সের সকল জনগোষ্ঠীর মধ্যে কলেরা টিকাদান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর হতে আগত ভ্যাকসিন প্রদানকারী টীম লিডার সহ টিএমএসএসের উর্দ্ধতন কর্মকর্তাগন এ টিকাদান ক্যাম্পেইনে উপস্থিত থেকে ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শন করেন।মাসুদা ম্যাটারনিটি হাসপাতালে বিভিন্ন এলাকা থেকে আগত বর্হিরাগত রুগীদেরকে, টিএমএসএসএস প্রধান কার্যালয়ের স্টাফ ও তাদের পরিবারের সদস্যদেরকে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ খাওয়ানোর মাধ্যমে ডায়রিয়া, কলেরা রোগ প্রতিরোধে জীবন রক্ষা করতে উক্ত সেবা প্রদান করা হয়।এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা,টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতালের ডাক্তার,স্টাফ,বিভিন্ন এলাকা থেকে আগত রুগি,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।