উত্তরাঞ্চল প্রতিনিধি।। দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১১,নাটোর ডোমেইনের আওতাধীন পুষ্পপাড়া ও সুজানগর অঞ্চল কর্তৃক আয়োজিত অঞ্চলদ্বয়ের সকল শাখা প্রধান ও মাঠ কর্মীদের নিয়ে বিগত ২০২১-২২ অর্থ বছরের কার্য অগ্রগতি পর্যালোচনা ও নতুন ২০২২-২৩ অর্থ বছরের কর্ম পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়নের কলাকৌশল নির্ধারনী কর্মশালা আজহ ১২ আগষ্ট পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়।
টিএমএসএসের পুষ্পপাড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আঃ রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের পাবনা জোনাল ম্যানেজার মোঃ সাইদুর রহমান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট আব্দুল খালেক খান পিভিএম।
প্রধান অতিথি মোঃ সাইদুর রহমান কর্মকর্তাদের নিজ কর্ম এলাকায় নতুন প্রকল্প চিহ্নিত করে সংস্থার কার্যক্রম চালানোর পরামর্শ দেন।তিনি
কর্মশালায় নতুন ২০২২-২৩ অর্থ বছরের কর্ম পরিকল্পনা,বার্ষিক বাজেট নির্ধারন ও বাস্তবায়নে মাঠ পর্যায়ের সম্ভাবনা,খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি বার্ষিক বাজেটের টার্গেট পূরণ করতে সকলের প্রতি আহবান জানান।তিনি যার,যার কর্ম এলাকায় নতুন,নতুন প্রকল্পে সংস্থার কর্মকান্ড সম্প্রসারন করতে কমকর্তাদের প্রতি আহবান জানান।তিনি উপস্থিত মাঠ কর্মকর্তাদের কর্মে সচেজকরন ও বিভিন্ন উৎসাহ প্রদান করেন। কর্মশালায় বিশেষ অতিথি মোঃ আঃ খালেক খান পিভিএম কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,তৃনমুল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করার পাশাপাশি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।তিনি টিএম এসএসের মানবিক ও সামাজিক কার্যক্রম গুলি জনসাধারণের মধ্যে তুলে ধরার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।কর্মশালায় নাটোর ডোমেইনের আওতাধীন পুষ্পপাড়া ও সুজানগর অঞ্চলের ৯টি শাখার-শাখা প্রধান ও ৩১ জন মাঠ কর্মী কর্মশালায় অংশ নেয়।
কর্মশালায় মাঠ পর্যায়ের কর্মকান্ড নিয়ে আলোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।মাঠ পর্যায়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন,নতুন প্রকল্প চিহ্নিত করে ঋণ বিতরন করার পাশাপাশি চলতি অর্থ বছরের শতভাগ লক্ষ মাত্রা অর্জনের প্রত্যয় ব্যক্ত করা হয়।এ সময় অন্যদের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি,গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সারাদিন ব্যাপী কর্মশালাটির সার্বিক পরিচালনা করেন টিএমএসএসের সুজানগর অঞ্চল প্রধান মোঃ শাহজালাল।